আলাপ:২০১৩ ইউএস ওপেন - পুরুষদের দ্বৈত

সাম্প্রতিক মন্তব্য: Suvray কর্তৃক ১০ বছর পূর্বে "নিবন্ধের নাম" অনুচ্ছেদে

নিবন্ধের নাম সম্পাদনা

প্রতিযোগিতাটির নাম US Open (ইউএস ওপেন), United States Open (যুক্তরাষ্ট্র ওপেন) নয়। প্রতিযোগিতাটির লোগোটি দেখুন (রেজিষ্ট্রিকৃত লোগো)। এটিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন, আমেরিকা ওপেন নাম দিলে হবে না। আমি যদি ভুল না জানি, তাহলে প্রতিযোগিতাটি বিশ্বব্যাপী US Open নামেই পরিচিত। এমনকি "অন্যান্য ভাষাসমূহ"-গুলিতে দেখুন কোন উইকিতেই US Open এর অনুবাদ করেনি। আর ডাবলস এর অনুবাদ করা দরকার কেননা Men's-এর বাংলা করা হয়েছে অথচ বাকিটা কেন নয়?। আমি পাতাটিকে ২০১৩ ইউএস ওপেন - পুরুষদের দ্বৈত নামে সরানোর অনুরোধ করছি। --Aftab1995 (আলাপ) ১৪:০৭, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

সহমত পোষণ করছি। মারাঠি উইকিতেও ইউএস ওপেন রয়েছে। নিবন্ধের প্রকৃত শিরোনাম ২০১৩ ইউএস ওপেন - পুরুষ দ্বৈত রাখা প্রয়োজন। এ বিষয়ে নিবন্ধ প্রণেতা বোধিসত্ত্ব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। - Subrata Roy (আলাপ) ১৪:৪৪, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
"২০১৩ ইউএস ওপেন - পুরুষদের দ্বৈত" পাতায় ফেরত যান।