আলাপ:১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

সাম্প্রতিক মন্তব্য: Kayser Ahmad কর্তৃক ৮ বছর পূর্বে "শিরোনাম পরিবর্তন" অনুচ্ছেদে

শিরোনাম পরিবর্তন সম্পাদনা

উইকিশৈলী অনুসরণ ও ক্রমবাচক নাম হিসেবে শিরোনামটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার রাখা উচিত। - Suvray (আলাপ) ১৭:৪৮, ১২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সুব্রতদা, শিরোনামজনিত কিছু সুবিধার জন্য আমি ১ম দিয়েছি। বাংলা উইকিতে অন্য যে শিরোনাম প্রথম দিয়ে শুরু হয়েছে সেগুলির ভাগ কোন ব্যক্তির উপর নিবন্ধ ও তা তৃতীয়, চতুর্থতে যেয়েই শেষ। কিন্তু এই পুরস্কার নিবন্ধ ৩৫+ পর্যন্ত যাবে (সরকার যতদিন এই পুরস্কার চালু রাখে)। এবং আমি চিন্তা করেছি ১০-এর পর ১১শ/একাদশ না দিয়ে ১১তম (২২/২৩-এর পর বেশি ব্যবহৃত) দিব। কারণটা হল বাংলায় ২২/২৩-এর পর পূরণবাচক সংখ্যা ব্যবহার হয়না বললেই চলে। এখন এখানে শিরোনামে পূরণবাচক দিলে সাধারণ পাঠকদের জন্য ২২/২৩-এর পর বিশেষ করে ৩০-এর পরেরগুলি অনেকটা খটমটে/কঠিন শিরোনাম হয়ে যায়। --আফতাব (আলাপ) ১৯:০০, ১২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
বড় ভাইয়েরা, পাঠকের সুবিধার জন্য ৩৩তম, ৩৪তম এমন ভাবেই থাক ত্রয়োত্রিংশ, চতুর্ত্রিংশ এগুলো সহজে মুখেই আসতে চায়না। কায়সার আহমাদ (আলাপ) ০১:২৭, ১৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)" পাতায় ফেরত যান।