আলাপ:স্পিনার হাঙর

সাম্প্রতিক মন্তব্য: Hopeoflight কর্তৃক ১১ বছর পূর্বে "বিষয়বস্তুর যৌক্তিকতা" অনুচ্ছেদে

বানান সম্পাদনা

বাংলা বানানের ব্যাপারে আমি অনেকটা অসোহায় । এ ব্যাপারে আমি ওন্য কারো উপর ভরোসা ছাড়া কিছুই কোরতে পারবোনা । এখোন হাঙর নিয়ে লেখা এই নিবন্ধন গুলি বানানের কারোনে যোদি পাঠ অযোগ্য হোয়ে দাড়ায়,তো অমাকে বলেন আমি লেখা ছেড়ে দেই,আর তা না হোলে বানান ঠিক কোরতে একটু সাহায্য করেন । এ আমার আন্তোরিক আবেদন আমি লেখা ছাড়তে চাইনা ।-----ভাস্কর রায় (আলাপ)

আমি যত দূর সম্ভব বানান সংশোধন করছি। তবে আপনাকে বাক্যর ব্যাপারে যত্নশীল হবার অনুরোধ করছি। এই নিবন্ধে বানান ভুলের পাশাপাশি শব্দও অনেক বাক্যে ভুলভাবে সাজানো হয়েছে। আপনাকে লেখা ছাড়তে হবে না। আপনি আপনার সম্পাদনা চালিয়ে যান, হোক তা ভুল বানানে। কোন একজন আপনার লেখা বানান গুলো অবশ্যই সংশোধন করে দিবে। আপনাকে আর একটি অনুরোধ করবো সেটি হচ্ছে, এই নিবন্ধে ব্যবহারকারী:Suvray {{ভুল বানান}} এর যে ট্যাগটি লাগিয়ে ছিলো আপনি সেটি উঠিয়ে দিয়েছেন বানান সংশোধন না করেই। বানান সংশোধন হয়ে গেলে প্রশাসকগণ কর্তৃক ট্যাগটি এমনিতেই উঠিয়ে দেয়া হতো। দয়া করে কোন ট্যাগ এইভাবে মুছে দিবেন না যতক্ষণ না পর্যন্ত ঐ কাজটি সম্পুর্ণ না হয়। উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা শুভ হোক। ধন্যবাদ।

আপনি কি অভ্র দিয়ে বাংলা টাইপ করেন? তাহলে নিচের লিংক থেকে PDF ফাইলটি ডাউনলোড করে নিন। এই ফাইলে অভ্র দিয়ে কিভাবে টাইপ করবেন তার সব নিয়ম দেয়া আছে। লিঙ্কঃ http://www.omicronlab.com/download/pdf/Bangla%20Typing%20with%20Avro%20Phonetic.pdf --Hopeoflight (আলাপ) ০৫:৩১, ২১ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বিষয়বস্তুর যৌক্তিকতা সম্পাদনা

এই নিবন্ধের বিপদ অংশে এখানে একটা ঘটোনার উল্লেক করা জেতে পারে এক বেক্তি তার বোড়শি দিয়ে একটা স্পিনার হাঙর ধোরেছিলো হাঙরটিকে ডঙায় তুলে তার মুখ থেকে কাটা খুলে নেওয়ার সময় হাঙরটি তার হাত কামড়ে ধরে এই অংশটি কি রাখা যায়? না গেলে মুছে ফেলার অনুরোধ করছি। --Hopeoflight (আলাপ) ১৯:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

"স্পিনার হাঙর" পাতায় ফেরত যান।