আলাপ:সেলেউসিড সাল

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "নাম পরিবর্তন কেন হলো?" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প সময়
এই নিবন্ধটি উইকিপ্রকল্প সময়ের অংশ, যা উইকিপিডিয়ায় সময় সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

নাম পরিবর্তন কেন হলো? সম্পাদনা

@Imtiaz ahmed rifat: ইংরেজিতে "Era" তথা লাতিন শব্দ "Anno" সবসময় "যুগ" অর্থে বুঝায় না। এখানে আপনি কেন এটাকে যুগে পরিবর্তন করলেন? এটা একটি পঞ্জিকা সাল। এটি প্রস্তর যুগ বা স্বর্ণ যুগের ন্যায় কোন যুগ নয় যে এর নাম পরিবর্তন করতে হবে। @আফতাবুজ্জামান: নিবন্ধের নাম আগের পর্যায়ে ফিরিতে আনতে অনুরোধ করছি। মেহেদী আবেদীন ১২:২১, ৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এর প্রকৃষ্ট উদাহরণ হল en:Anno Domini। এর বাংলা অর্থ খ্রিস্টাব্দ (খ্রিস্ট+অব্দ)। এটাকে কিন্তু কেউ খ্রিস্টযুগ লিখেনা। মেহেদী আবেদীন ১২:২৪, ৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। কারো আপত্তি থাকলে এখানে জানাতে অনুরোধ করছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০০, ৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"সেলেউসিড সাল" পাতায় ফেরত যান।