আলাপ:সুমেরীয় সভ্যতা

সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ১ বছর পূর্বে "নিবন্ধ শিরোনাম ‘সুমেরীয় সভ্যতা’ করার প্রেক্ষিতে" অনুচ্ছেদে

নিবন্ধ শিরোনাম ‘সুমেরীয় সভ্যতা’ করার প্রেক্ষিতে সম্পাদনা

বাংলা ভাষায় এই সভ্যতার নাম ‘সুমেরীয় সভ্যতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র হিসেবে বলা যায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক বাংলাদেশ ও বিশ্ব পরিয়চয় বইয়ে সভ্যতার নাম হিসেবে ‘সুমেরীয়’, ‘মেসোপটেমীয়’, ‘মিশরীয়’ ইত্যাদি উল্লেখ রয়েছে (পৃষ্ঠা ১৬ দ্রষ্টব্য)। সম্ভবত সরাসরি ইংরেজির অনুবাদ করার কারণে নিবন্ধের নাম ‘সুমের’ রাখা হয়েছে। এই বিবেচনায় নিবন্ধটির নাম পরিবর্তন করা হলো। — তানভির২০:৩২, ১৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"সুমেরীয় সভ্যতা" পাতায় ফেরত যান।