আলাপ:সিতারগঞ্জ

সাম্প্রতিক মন্তব্য: Nettime Sujata কর্তৃক ৪ বছর পূর্বে "জ্ঞাতার্থে" অনুচ্ছেদে

জ্ঞাতার্থে সম্পাদনা

@Nettime Sujata: ব্যাঘ্র প্রকল্প এডিটাথন ২০১৯-এ অংশগ্রহণ করায় সাধুবাদ জানাই। অত্র নিবন্ধের অনুচ্ছেদটি ভাষাগত কারণে সংশোধন করা প্রয়োজন। [সিতারগঞ্জ উত্তরাখণ্ডেরশহরটি তরাই কৃষি জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এর আঞ্চলিক সংযোগ আছে যে প্রধান শহর ও শহরতলিতে (৫০ - ১০০ কিমি): রুদ্রপুর, হলদয়ানি, মোরাদাবাদ, রামপুর, কাশীপুর এবং রাজ্য জুড়ে (৩০০ - ৫০০ কিমি) ইউ.পি., দিল্লি, হরিয়ানা, এইচ.পি]। এছাড়াও, কিলোমিটার², ধোরা বাঁধ টি, নানক সাগর বাঁধ টি ইত্যাদি সংশোধনের প্রয়োজন রয়েছে। সবচেয়ে ভালো হয় - প্রতিটি বাক্য ধীরলয়ে পড়ে সুখপাঠ্য করে তোলা। - Suvray (আলাপ) ০৫:০৭, ২৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


@Suvray: এগুলি খানিকটা ঠিক করেছি, একবার দেখে নেবেন। এত তাড়াহুড়ো করে লেখার জন্য দুঃখিত। Nettime Sujata (আলাপ) ০৯:৩৭, ২৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"সিতারগঞ্জ" পাতায় ফেরত যান।