আলাপ:শেয়ার বাজার

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১০ মাস আগে "নিবন্ধ নাম নিয়ে" অনুচ্ছেদে

নিবন্ধটির নাম আসলে বাংলাদেশের শেয়ার বাজার হওয়া উচিত ছিল।--বেলায়েত ১৬:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

শেয়ার বাজার বলতে কি কোন স্থান বোঝায়? অর্থনীতিতে বাজার বলতে কিন্তু কোন স্থান বোঝায় না। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মধ্য দিয়ে গড়ে উঠা সম্পর্কটিকে বাজার হিসেবে অভিহিত করা হয়। শেয়ার বাজারও যেহেতু একধরনের বাজার তাই এটিকে সরাসরি স্থান হিসেবে উল্লেখ না করে বিকল্প সঞ্গা দেয়ার চেষ্টা করলে ভাল হত। রাহাত (আলাপ) ১৪:৫৩, ৮ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ নাম নিয়ে সম্পাদনা

@আফতাবুজ্জামান জনাব, নিবন্ধ নাম কি ঠিক আছে? যেখানে Category:Stock market এর বাংলা দেয়া আছে বিষয়শ্রেণী:মূলধন মজুদ বাজার। এই stock market আর stock ezchange নিয়ে যে বিষয়শ্রেণীগুলো রয়েছে তার মধ্যে ব্যাপক অসংগিত পরিলক্ষিত হয়েছে। ঠিকঠাক করার দরখাস্ত রইলো। -- কুউ পুলক    ১৩:৩৮, ১৩ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@কুউ পুলক, আমার মনে হয় ঠিক আছে। স্টক মার্কেটের আরেক নাম শেয়ার মার্কেট, বাংলায় যেটা শেয়ার বাজার। আবার স্টক মার্কেট/স্টক বাজার ইত্যাদির থেকে শেয়ার বাজার বেশি প্রচলিত। Stock market = শেয়ার বাজার, Stock exchange = স্টক এক্সচেঞ্জ ধরে আগানো যায়। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৭, ১৩ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"শেয়ার বাজার" পাতায় ফেরত যান।