আলাপ:শেখ মুজিবুর রহমান

সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ১ মাস আগে "হালনাগাদ" অনুচ্ছেদে
Featured article শেখ মুজিবুর রহমান একটি নির্বাচিত নিবন্ধ; অর্থাৎ, এটি (অথবা এর প্রাক্তন সংস্করণটি) উইকিপিডিয়ানদের সৃষ্ট অন্যতম শ্রেষ্ঠ একটি নিবন্ধরূপে চিহ্নিত। তারপরও আপনি যদি মনে করেন যে, নিবন্ধটির আরো উন্নতি বা হালনাগাদ করা সম্ভব, অনুগ্রহপূর্বক তা হালনাগাদ করুন
প্রধান পাতা ট্রপি এই নিবন্ধটি নির্বাচিত নিবন্ধ হিসেবে ৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে প্রধান পাতায় প্রদর্শিত হয়ে আসছে।

নিরপেক্ষতা

সম্পাদনা

এই নিবন্ধের রচনাশৈলী ও ভাষায় কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় থাকেনি। Niasoh (আলাপ) ০৪:৩১, ১৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

এটি নিয়ে অবদানকারীদের কাজ করার অনুরোধ রইল। Niasoh (আলাপ) ০৪:৩১, ১৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Niasoh, এই নিবন্ধটি ভালো ও নির্বাচিত নিবন্ধ হওয়ার সময় একাধিক বার পর্যালোচিত হয়েছে। নির্বাচিত নিবন্ধ হওয়ার পর থেকে এই নিবন্ধে বড় ধরনের পরিবর্তন হয়নি; নির্বাচিত নিবন্ধ হওয়ার সময় এই নিবন্ধে যা লেখা ছিল, এখনো ৯৯% তাই আছে। এতদিন পর হঠাৎ করে নিরপেক্ষ ট্যাগ লাগানোর জন্য যথেষ্ট ভালো কারণ দরকার। অনুগ্রহ করে এখানে লিখে জানান নিবন্ধে কোথায় কোথায় সমস্যা রয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ০৫:০১, ১৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Niasoh সুধী, নিবন্ধ নিয়ে আপনার উৎকন্ঠা আশাব্যাঞ্জক। কোন কোন ক্ষেত্রে ভাষাশৈলী নিরুপেক্ষ হয়নি, অনুগ্রহ করে জানান। বিশদ ভাবে জানাতে ভুলবেন না। সাথে পরামর্শ যোগ করতে পারেন, যেমন - বাক্যটি এমন না হয়ে অমন হলে বেশি নিরুপেক্ষ হয়। প্রভৃতি।~ Φαϊσάλ (২০২৪) ১৭:০৯, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

হালনাগাদ

সম্পাদনা

@FaysaLBinDaruL, আপনি বললেন নতুন কিছু যোগ করিনি সেটা ভুল বললেন, করেছিলাম সূত্রসহ ঠিকমতো পড়লে বুঝতে পারতেন, এছাড়া ছবি যোগ করেছিলাম কিছু এবং কিছু হালনাগাদ। Niasoh (আলাপ) ১৭:১২, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ফ্লেচার স্কুল পরিদর্শন এই নিবন্ধে অপ্রাসঙ্গিক। তথ্যসূত্র সংক্ষেপ করেছেন, আর কি? ~ Φαϊσάλ (২০২৪) ১৭:১৮, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Niasoh লোক শিল্প জাদুঘরের ট্যাগ থাকলো। তার জন্য ধন্যবাদ। ফ্লেচার স্কুলের ছবি বার বার যোগ করছেন কেন? অনুগ্রহ করে এছবি ব্যবহারের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করলে ভাল হয়। ~ Φαϊσάλ (২০২৪) ১৭:২৩, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL, ১৯৫৪ সালের একটি ছবি ছিল তাই ভেবেছিলাম এরপর ৪ বছর পরের ১৯৫৮ সালের ফ্লেচার স্কুলের ছবিটি রাখা যেত (ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধেও ফ্লেচার স্কুলের এই ছবিটি রয়েছে)। এছাড়া চিত্রশালায় লাহোরের ওআইসি ১৯৭৪ সালের সম্মেলনের ছবিটি রাখা যায় না? যেটা যোগ করেছিলাম। Niasoh (আলাপ) ১৭:৩২, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Niasoh ইংরেজি উইকিতে নিবন্ধটির অবস্থা ভাল না, সেটা বাংলা উইকির মত সকল দিক দিয়ে প্রাসঙ্গিক রাখার চেষ্ঠা করা হয়নি। ওটা খ-শ্রেনীর বা B-class নিবন্ধ। বাংলা উইকিতে মুজিকে নিয়ে নিবন্ধ লেখার সময় ইংরেজি উইকি থেকে সবকিছু ধরে ধরে আমদানী করা হয়নি। সেখানে এখনো নিরুপেক্ষতার ট্যাগ আছে। চাইলে আলোচনা পাতার সংগ্রহশালায় গিয়ে আলাপ পড়তে পারেন। এমন বহু ইংরেজি নিবন্ধ আছে, সেটা মানে গুণে উইকির সাধারণ মানদণ্ডে বাংলা থেকে পিছিয়ে।
কমন্সে শেখ মুজিব নিয়ে প্রচুর ছবি আছে, সব ছবি প্রাসঙ্গিকভাবে এক নিবন্ধ আটানো সম্ভব না। আপনার আগ্রহ দেখে ভাল লাগলো। তবে আপনার আগ্রহের চিত্রগুলি অন্যকোথাও ব্যবহার করতে পারেন। যেমন ওআইসিতে বাংলাদেশ নিয়ে কোন নিবন্ধ থাকলে সেখানে প্রাসঙ্গিক হতো। ~ Φαϊσάλ (২০২৪) ১৮:৩৬, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"শেখ মুজিবুর রহমান" পাতায় ফেরত যান।