আলাপ:শামসুল আলম (বীর উত্তম)

(আলাপ:শামসুল আলম থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ১০ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

কবি শামসুল আলম এর নাম সম্ভবত মোঃ শামসুল আলম। জেনে নিবেন। হাসেম খান সম্পর্কিত রোকনুজ্জামান স্মৃতিচারণ “শিশু পত্রিকা” বাঙেলাদেশ শিশু একাডেমি এবং লুৎফর রহমান সম্পাদিত দাদাভাই স্মারকগ্রন্থে শামসুল আলম সম্পর্কে সবিশেষ উল্লেখ আছে। Shirinkumar63 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

নিবন্ধের ভূমিকাংশে নাম ব্যবহার করা হয়েছে হারিছ মিয়া, কিন্তু পুরু নিবন্ধে কোথাও বলা হয়নি তার আসল নাম হারিছ মিয়া নাকি ডাকনাম। এটাতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। এছাড়া, আমার মনে হচ্ছে তিনি কবি নন, কিন্তু এখানকার তথ্যানুসারে তিনি কবি। যদি কবি হন সেক্ষেত্রে নিবন্ধে এ সম্পর্কে আপাতত একটি বাক্য থাকা দরকার। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০৮, ১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
"শামসুল আলম (বীর উত্তম)" পাতায় ফেরত যান।