আলাপ:শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি

সাম্প্রতিক মন্তব্য: Hasive কর্তৃক ৯ বছর পূর্বে

যে কোন প্রতিষ্ঠান নিজেরা যে নাম ব্যবহার করে সে নামটাই থাকা উচিত। বিশেষ করে ইংরেজি নামধারী প্রতিষ্ঠানগুলো বাংলা করলে সেটি আসলে মূল নামেরই পরিবর্তন হয়ে যায়। তাই এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান যে নাম ব্যবহার করছে সে নামটিই রাখা ভালো। বিষয়টি নিয়ে সবার দৃষ্টি আকর্ষন করছি। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৭:৫০, ২৩ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

একমত আপনি হয়ত খেয়াল করেছেন নতুন একজন ব্যবহারকারী এতো বেশিবার পাতাটি স্থানান্তর করেছিলেন যে আমি নিজেই গুলিয়ে ফেলেছিলাম আসলে কোনটিতে পূণ:নির্দেশ দিব। এটি যদি ভার্সিটির মূল নাম হয়ে থাকে তাহলে এটিই থাক। আর কিছু পাতা অপসারন তালিকাভুক্ত করেছি দয়া করে সেগুলো অপসারন করে দেন। উক্ত ব্যবহারকারী সেগুলো পূ:নির্দেশ দিয়েছিলেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০১, ২৩ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বিশ্ববিদ্যালয়টির নাম আমার জানা মতে Santa Mariam............ এর বাংলারূপ কি শান্তা মরিয়ম হওয়া উচিত নয়? --Sayom Shakib (আলাপ) ১২:০৭, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নামটি Santo Mariam..তাই নামটি শান্ত মরিয়ম লেখা হয়েছে। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১২:২১, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি" পাতায় ফেরত যান।