আলাপ:লতিফুর রহমান (ব্যবসায়ী)

সাম্প্রতিক মন্তব্য: Bellayet কর্তৃক ১১ বছর পূর্বে

আর্টিকেলটাতে তথ্যসূত্র প্রয়োজন বলে ট্যাগ লাগানো হয়েছে! ঠিক কি কারনে সেটা আমার বোধগম্য নয়..তিনি যে পুরস্কার পেয়েছেন সে সাইটের মূল লিংক যুক্ত করা হলো.. --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১৮:০০, ৪ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ট্যাগটি তার পুরস্কার প্রাপ্তি প্রমাণ চাওয়ার জন্য যুক্ত করা হয়নি। নিবন্ধটি একজন জীবিত ব্যক্তির জীবনী এবং তিনি একজন বিশেষ ব্যক্তিত্ব। উইকিপিডিয়ার নীতি অনুযায়ী এ ধরনের জীবিত ব্যক্তির ক্ষেত্রে তথ্যসূত্রের প্রতি বিশেষ নজর রাখা প্রয়োজন এবং প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য বেশি পরিমাণে যাচাইযোগ্য তথ্যসূত্র প্রয়োজন। এ বিষয়ে সম্পাদককে সচেতন থাকার জন্যই ট্যাগটি যুক্ত করা হয়েছে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৪১, ৫ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
"লতিফুর রহমান (ব্যবসায়ী)" পাতায় ফেরত যান।