আলাপ:রাষ্ট্রপতি

সাম্প্রতিক মন্তব্য: Subrata Roy কর্তৃক ১২ বছর পূর্বে "টেমপ্লেট:কনফিউজিং" অনুচ্ছেদে

টেমপ্লেট:কনফিউজিং সম্পাদনা

ইংরেজি'র পর বাংলায় সাধারণত আন্তঃউইকি হিসেবে লিঙ্ক দিয়ে থাকি। এর পূর্বে অবশ্যই যথাযথভাবে সার্চও দিই। কিন্তু ট্যাগ সাঁটা হয়েছে; অথচ ট্যাগের ভাবগত দিক ফুঁটে উঠেনি। ফলে এর ভিতরকার বিষয়বস্তু কি হবে বা নিবন্ধে কি ধরণের ত্রুটি রয়েছে তা অজ্ঞাত রয়েছে। ইংরেজি উইকিতে প্রেসিডেন্ট নিবন্ধও রয়েছে; এমনকি দ্ব্যর্থতা নিরসন পাতাও রয়েছে। নিবন্ধেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলায় এ বিষয়ে নিবন্ধ নেই! সুতরাং রিডাইরেক্টেরও প্রশ্ন আসছে না! তাহলে কি শুধুমাত্র ইংরেজী নামকরণের জন্যেই এ ট্যাগ। অনেক ইংরেজি শব্দই বাংলায় এসেছে সময় পরিক্রমায়। প্রেসিডেন্টও তাই। আপত্তি থাকলে তো নাম পরিবর্তনও করা যেতে পারে রাষ্ট্রপতি হিসেবে। এছাড়া, রিডাইরেক্টতো সবসময়ই খোলা রয়েছে। তাহলে?? - সুব্রত রায় (আলাপ) ১৬:৫৪, ২২ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

[বেশ ব্যস্ত! পাশাপাশি বিদ্যুতের আসা-যাওয়া বা লোডশেডিংসহ নেট কানেকশন পেতে।]

"রাষ্ট্রপতি" পাতায় ফেরত যান।