আলাপ:মৃৎশিল্প (শিল্পকলা)

সাম্প্রতিক মন্তব্য: ImranAvenger কর্তৃক ৪ বছর পূর্বে "আসুন নিবন্ধ প্রতিযোগীতা বর্জন করি।" অনুচ্ছেদে

নিবন্ধ সম্পর্কে সম্পাদনা

সুধী, প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধটি অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। অনুবাদ আপনি সাবলীল করার যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু এখানো অনুবাদে ও বাক্য গঠনে যান্ত্রিকতা রয়ে গিয়েছে যা পড়তে যান্ত্রিক লাগছে। আপনি নিজে একবার ইংরেজির সাথে মিলিয়ে বা বাংলা নিবন্ধটি পড়ুন তাহলে নিজেই ধরতে পারবেন। এরপর, অনুগ্রহ করে নিবন্ধটির বাক্যগুলো সংশোদন করে প্রাঞ্জল করুন। শেষ হলে এখানে জানান বা না জানালেও চলবে। তবে, পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই। আমি আবার কিছুদিন পর এটি দেখবো। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৪:৫৩, ২৭ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Good সম্পাদনা

I don't want to work more bangla wiki. I know you accept only ladies wiki, your known person wiki.ok ... Not need accepted.... I already wrote two article . But not accept Intimealok (আলাপ) ০৬:৫৪, ২৭ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Intimealok:, কেন আপনার নিবন্ধ দুইটি গৃহীত হয়নি তা নি্দিষ্ট করে বলা হয়েছে। যদি আপনি মনে করেন আপনার নিবন্ধ দুইটি সঠিকভাবে পর্যালোচনা করা হয়নি, তবে তা যুক্তিসহ উপস্থানপন করুন। অনুগ্রহ করে আবেগতারিত হয়ে কিছু না করে যুক্তি দিয়ে বোঝার চেস্টা করুন। আমি এখন পর্যন্ত একটি নিবন্ধও পর্যালোচনা করিনি, যেটা কোন নারী কর্তৃক তৈরি করা। তাহলে আপনি কিভাবে অভিযোগ করেন যে শুধু মেয়েদের নিবন্ধ গৃহীত হচ্ছে? উইকিপিডিয়ার সব কিছুই অতন্ত স্বচ্ছতার করা হয়। তাই বলব এসব নিয়ে না ভেবে বরং যা সংশোধন করতে বলা হয়েছে, আপনি সেটি করুন। সেটিই হবে মঙ্গলজনক। আরও কোন জিজ্ঞাসা থেকে থাকলে তা নিঃসংকোচে করতে পারেন। শুভ হোক আপনার উইকিপিডিয়া সম্পাদনা। ধন্যবাদ--মাসুম-আল-হাসান (আলাপ) ০৮:১৬, ২৭ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

problem সম্পাদনা

Problem kothy??

R onek er article poresi....... Jachai korar jonno . Oder cheye amar article vlo ....ta sotteo oder article accept.

R meyeder article age pora hoi...eta ami mitha boli ni.... 20 article modhe meyer article age porese ...r accept korese....o article ta poren r amar ta...

Tahole bujhte parben .. Intimealok (আলাপ) ১৩:০৭, ২৭ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আসুন নিবন্ধ প্রতিযোগীতা বর্জন করি। সম্পাদনা

গুটিকয়েক ভাই-ব্রাদারদের হাতে বাংলা উইকিপিডিয়া আজ জিম্মি হয়ে গেছে।আপনি যতই সাবলীল অনুবাদ করেন না কেন ,লাভ হবে না।সাবলিল অনুবাদ করলে বলবে-ইংরেজীর সাথে মিল নেই। আর মিল রেখে অনুবাদ করলে বলবে যান্ত্রিক।আমি এই প্রতিযোগীতা বর্জন করছি।--Shoakat hossain (আলাপ) ২১:১৫, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Shoakat hossain: নিবন্ধের প্রথম লাইন "সিরামিক শিল্প সিরামিক থেকে তৈরি করা হয়েছে, মৃত্তিকা সহ" (সঠিক অনুবাদ হবে "সিরামিক শিল্প হল একটি শিল্প যা মাটিসহ সিরামিক উপাদান ব্যবহার করে তৈরি করা হয়"), আর পড়তে গেলাম না। এটা যদি আপনার কাছে সাবলীল মনে হয় তবে আপনার সাবলীলতা নিয়ে আমার সন্দেহ আছে। অন্যরা তাও বাংলায় কিছু করার চেষ্টা করছে। আগে কয়েকটি ভালো নিবন্ধ তৈরি করে দেখিয়ে দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৯, ১ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
একলাইন দুলাইন পড়ে পুরো নিবন্ধ বাতিল করে দেওয়া কোন কাজের কথা না।অনেক সময় দু একটা লাইন ছুটে যেতে পারে।সে হয়ত সেটা অনুবাদই করেনি।আর আপনার কথা শুনে মনে হচ্ছে উইকিপিডিয়া দেখানো বা শো অফ করার জায়গা।প্রশ্ন হল কাকে দেখাবো।এখানে কেউই নাসার রকেট সাইন্টিস্ট না,ব্রাক্ষন না,ফরেন সার্ভিসের ক্যাডার না।যান্ত্রিক অনুবাদ বেড়ে যাওয়ার কারন আমি মনে করি বিষয় বস্তু অনুবাদ ব্যাবহার করে অনুবাদ করার সময় স্বয়ংক্রিয় বাংলা অনুবাদ যুক্ত করে দেওয়ার সুবিধা টুকু।এটা বাতিল করে পূর্বের নিয়ম চালু করলেই মনে হয় ভালো হবে।--Shoakat hossain (আলাপ) ০৮:১৬, ৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Shoakat hossain:জনাব, এখানে এক-দুই লাইন না, প্রায় সম্পূর্ণ নিবন্ধটিতেই সমস্যা রয়েছে। ইংরেজি আর বাংলা নিবন্ধটি পাশাপাশি দেখলেই তা বুঝতে পারতেন। প্রথম দুই প্যারায় নিবন্ধকার একাধিকবার "pottery" কে "পাত্রী" আর "potter" কে "পাত্র" হিসেবে উল্লেখ করেছেন যেখানে এই দুটি শব্দের অর্থ হচ্ছে "মৃৎশিল্প" আর "কুমার"। এখানে কারোর নাসার বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, সাধারণ বোঝার বোধ থাকলেই হয়। স্বয়ংক্রিয় অনুবাদে কারোর সমস্যা হলে তিনি সেটি ব্যবহার না করেও অনুবাদ করতে পারেন।
আপনার এখানে প্রতিযোগিতা বর্জন করার প্রয়োজন দেখছি না, কারণ আপনি বোধ করি অংশগ্রহনকারীদের নিবন্ধ সংশোধন করতে নিরুৎসাহিত করা ছাড়া আর কোনভাবে এই প্রতিযোগিতার সাথে যুক্ত নন। আপনাকে একটি নিবন্ধও তৈরি বা সম্পাদনা করতে দেখলাম না। নিজে অনুবাদ করতে না পারেন, দয়া করে অংশগ্রহণকারীদের আলাপ পাতায় ঘুরে ঘুরে তাদেরকে ভালো নিবন্ধ তৈরিতে নিরুৎসাহিত করবেন না। শুভকামনা রইল।—Suporna95 (আলাপ) ১৯:৩৫, ১৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আপনার দেখা বা না দেখায় আমার কিছু যায় আসে না।স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে না পারলে আমি কেন কেউই উইকিপিডিয়ায় লিখতে উৎসাহিত হবে না.২০০/২৫০ উইকিপিডিয়ানের এটাই রহস্য।--Shoakat hossain (আলাপ) ২১:১৮, ১৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Shoakat hossain: আপনার কথাগুলো পুরোপুরি অযৌক্তিক ও ভিত্তিহীন। আমাদের সকলের মনে রাখা উচিত যে উইকিপিডিয়া একটি অলাভজনক (আর্থিকভাবে) সংস্থা। এখানে অবদান রাখার জন্য কাউকে অর্থ প্রদান করা হয় না। উইকিপিডিয়া সম্পূর্ণ স্বেচ্ছাসেবকদের অবদানে তৈরি। উইকিপিডিয়াকে দেখাশোনার জন্য অত্যন্ত পরিশ্রমী ও বিশ্বস্ত লোকদের নিয়োগ দেওয়া হয়। উইকিপিডিয়া নীতিমালা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি কে প্রাধান্য দিয়েই আমাদের সম্মানিত বিশেষ উইকিপিডিয়ানরা রীতিমত অবদান রাখছেন। এখানে কেউই নিজের আর্থিক লাভের জন্য কোনোকিছু করেননা। তবে মাঝেমধ্যে অনাকাঙ্ক্ষিত দৈবত্রুটি হতে পারে আমাদের বিশেষ উইকিপিডিয়ানদের দারা। যা কারোরই নিজের ইচ্ছাকৃত নয়। এবং এসব ত্রুটি সমাদানের জন্য দ্রুত চেষ্টা করা হয়ে থাকে। কিন্তু কেউই নীতিমালা ভঙ্গ করে কিছু করতে পারেন না। আশা করি বুঝতে পেরেছেন। আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে অবদান রাখুন। দয়া করে কাউকে নিরুৎসাহিত করবেন না। আপনার জন্য শুভ কামনা রইল। —ImranAvenger (আলাপ) ১৪:১৮, ১০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"মৃৎশিল্প (শিল্পকলা)" পাতায় ফেরত যান।