আলাপ:মাতৃ ভাণ্ডার

সাম্প্রতিক মন্তব্য: MS Sakib কর্তৃক ২ বছর পূর্বে "নিবন্ধের নাম" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

পরিস্কার প্রয়োজন সম্পাদনা

সাবেক বাংলাদেশের দুই মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও গীতা পাসি মাতৃ ভাণ্ডারের রসমালাইয়ের বেশ প্রশংসা করেছেন। আজ মাতৃভান্ডারের রসমালাই কুমিল্লার ঐতিহ্যবাহী মিষ্টি। সরকার মাতৃ ভাণ্ডারের জন্য রসমালাইয়ের ভৌগোলিক নির্দেশক নিবন্ধন পেতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধরনের বাক্যগুলো উইকি এর সাথে যায় না। আর পুরো নিবন্ধটি পড়েও খটকা লেগেছে বেশ। @আফতাবুজ্জামান আপনি এতে অবদান রেখে গেছেন দেখে আলোচনার জন্য শুরু করলাম। -- NahidHossain (আলাপ) ০১:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@NahidHossain: সংশোধন করে দিন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: @NahidHossain:আমি বাক্যগুলো যতটা সম্ভব ঠিক করেছি। মেহেদী আবেদীন ০৮:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের নাম সম্পাদনা

@Tahmid এবং খাত্তাব হাসান: নিবন্ধের নাম নিয়ে দয়া করে এখানে আলোচনা করুন। ঐকমত্য ছাড়া বার বার স্থানান্তর করা উচিত নয়। @Mehediabedin: নিবন্ধ প্রণেতাকেও পিং করা হলো। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:৫০, ৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

স্থানান্তরের আগে যুক্তি দেওয়া উচিত ছিল। যাইহোক, আমার মনে হয়- বর্তমান বানান দোকানের বর্তমান নামের বানান নয়। ছবিতে যেটা দেখা যাচ্ছে, সেটা ২০০৯ সালের কাজ বোধহয়। যাইহোক, আলোচনা হোক। -- ~ খাত্তাব , , ... ১৮:০৫, ৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Yahya: নিবন্ধের ছবির সাইনবোর্ডে যে উচ্চারণ লেখা আছে সেটাই ব্যবহার করা উচিত। মেহেদী আবেদীন ১৫:১৯, ৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ছবিটা ২০০৯ সালের। ২০২২ সালে (অর্থাৎ, বর্তমানে) দোকানে ঐ বানানে সাইনবোর্ড আছে কি? -- ~ খাত্তাব , , ... ১৮:০৬, ৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin, @খাত্তাব হাসান, দীর্ঘদিন কুমিল্লায় থাকার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার দেওয়া ছবির ব্যানারে "ভান্ডার" লেখা থাকলেও ওদের সবধরণের পাত্রে ও প্যাকেটে ণ ব্যবহার করে। অর্থাৎ, "মাতৃ ভাণ্ডার"। ≈ MS Sakib  «আলাপ» ১৮:৩৯, ৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
মাতৃ ভাণ্ডার হবে। সাধারণত, ভাণ্ডারী, কাণ্ডারী এসব ক্ষেত্রে ণ হয়। এছাড়াও, মাতৃ ভাণ্ডার এর গুগল মানচিত্রের অবস্থানে (https://g.co/kgs/hyWzMC) আপলোডকৃত সাম্প্রতিক ছবিগুলোতেও ণ বানান ব্যবহার হচ্ছে। আরেকটা বিষয়, এই ধরনের ছোটখাটো বানানগত ভুলগুলো অনেকসময় যারা ব্যানার/সাইনবোর্ড তৈরির জন্য কম্পিউটারে লিখে তারাই ভুল করে ফেলে। তাই নিবন্ধের শিরোনাম বর্তমান নামেই থাকুক। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:৫০, ৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ওদের নতুন ব্যানারে বানান সংশোধন করেছে। মাত্র ৬ দিন আগে আপলোডকৃত এই ভিডিওতে দেখুন। -- ≈ MS Sakib  «আলাপ» ১৮:৫০, ৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"মাতৃ ভাণ্ডার" পাতায় ফেরত যান।