আলাপ:মহাবিস্ফোরণের চিত্রলৈখিক কালপঞ্জি

সাম্প্রতিক মন্তব্য: আরাফাত হাসান কর্তৃক ৭ বছর পূর্বে "পাতা স্থানান্তর" অনুচ্ছেদে

পাতা স্থানান্তর সম্পাদনা

‘মহা বিস্ফোরণ’ শব্দটি ব্যাকরণ অনুযায়ী ভুল কেননা এটি সমাসবদ্ধ শব্দ। ‘মহা’ আর ‘বিস্ফোরণ’ একসাথে লিখতে হবে: ‘মহাবিস্ফোরণ’। বাংলা একাডেমির নিয়ম অনুযায়ীও (৩.১ অনুচ্ছেদ, প্রমিত বাংলা বানানের নিয়ম) তাই হয়। তাছাড়া ‘মহাবিস্ফোরণ’ শব্দটিই প্রচলিত, পাঠ্যপুস্তকে এটাই থাকে। সেজন্য ‘মহা বিস্ফোরণের চিত্রলৈখিক কালপঞ্জি’ পাতাটিকে ‘মহাবিস্ফোরণের চিত্রলৈখিক কালপঞ্জি’ শিরোনামে স্থানান্তর করা হলো।
আরাফাত হাসান (আলাপ) ১৬:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

"মহাবিস্ফোরণের চিত্রলৈখিক কালপঞ্জি" পাতায় ফেরত যান।