আলাপ:ভাল্লুক

সাম্প্রতিক মন্তব্য: WAKIM কর্তৃক ৪ বছর পূর্বে "নাম পরিবর্তন" অনুচ্ছেদে

নাম পরিবর্তন সম্পাদনা

এই পাতাটির শিরোনাম ভালুকটা ভুল। আর সকলে ভাল্লুক বানানটা বেশি ব্যবহার করে থাকে। কেউ ভালুক ব্যবহার করেননা। তাই আমি ভাল্লুক এ স্থান্তর করতে চাই। স্থান্তরের পূর্বে মতামত চাচ্ছি। Sethtalk ১৫:৪৭, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ভাল্লুক সার্চ করুন

ভালুক সার্চ করুন দুইটি সার্চ করলে বুঝতে পারবেন দুইটি বানানই ব্যবহার হয়। তাই ভাল্লুক বানানটা সুন্দর বলে আমি ভাল্লুকে স্থান্তর করলাম আর একটি রেডিরেক্ট সৃষ্টি হয়েছে। তাহলে মনে হয় কোন সমস্যা আর রইল না। Sethtalk ১২:২৩, ২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

  বিরোধিতা নিবন্ধটির শিরোনাম এর পূর্ব নামে ফিরিয়ে নেওয়া হোক। এই প্রাণিটির নাম ভালুক বা ভল্লুক (অভিধান দেখুন)। ভাল্লুক এই দুই বানানের সংমিশ্রণে উৎপন্ন ভুল শব্দ (যা অনলাইনে অধিক হারে ব্যবহারের ফলে প্রচলিত হয়ে গেছে)।--ওয়াকিম (আলাপ) ২২:২৮, ২৩ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"ভাল্লুক" পাতায় ফেরত যান।