আলাপ:ভরতনাট্যম

সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ১৫ বছর পূর্বে "বানান" অনুচ্ছেদে

বানান সম্পাদনা

হিন্দি, সংস্কৃত, ও তামিল উইকিতে এই নাচটার নাম "ভরতনাট্যম", "ভরতনট্যম" নয়। আর সংসদ বঙ্গ-ইঙ্গ অভিধানে (নিচের লিংকে) এটার নাম "ভারতনাট্যম"। তবু এই নিবন্ধের শিরোনামে "ভরতনট্যম" লেখা। কোনটা ঠিক? --সামীরুদ্দৌলা ১৯:৫৪, ৮ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি) [১]উত্তর দিন


ভরতনাট্যম শুনেছি। এটার পক্ষে আছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৫০, ৯ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

ভরতনট্যম কথাটি ঠিক নয়। নট্য বলে সংস্কৃতে কোনও কথা হয় না। ওটি অবশ্যই নাট্য। তাই ভরতনাট্যমই বাঞ্ছনীয়। ভারতনাট্যমও ব্যকরণগতভাবে ভুল নয়। 'ভরত থেকে উদ্ভুত নাট্য' অর্থে এটি প্রযোজ্য হতে পারে; যে কারণে অর্জুনকে ভারত নামে অভিহিত করা হত। তবে সংস্কৃত উইকিতে ভরতনাট্যম ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির নিয়মেও যেহেতু তাই, তাই নিঃসন্দেহে পাতাটির নাম ভরতনাট্যম হোক।অর্ণব দত্ত ০৪:৩৮, ৯ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

"ভরতনাট্যম" পাতায় ফেরত যান।