আলাপ:ব্রাহ্মণবাড়িয়া জেলা

সাম্প্রতিক মন্তব্য: মোঃ সজিবুল হুদা কর্তৃক ৩ বছর পূর্বে "সম্পাদনার অনুরোধ, ২২ এপ্রিল ২০২০" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বাংলাদেশ (মূল্যায়ন - মান মধ্যম, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী মধ্যম-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

নাম সংশোধন সম্পাদনা

এই পাতাটির ইউআরএল ও শিরোনাম 'ব্রাহ্মণবাড়ীয়া জেলা' থেকে পরিবর্তন করে 'ব্রাহ্মণবাড়িয়া জেলা' করা যায় কি ?শাওন সরকার (আলাপ) ১৮:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ড়ী বানানে কি সমস্যা রয়েছে? --আফতাব (আলাপ) ১৪:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
সরকারি কার্যক্রমে ও নথিপত্রে ড়ি ব্যবহৃত হয় । শাওন সরকার (আলাপ) ১১:২১, ১৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলা পাতাটি ব্রাহ্মণবাড়ীয়া জেলায় পুনঃনির্দেশ করা আছে। ফেরদৌস১০:২৫, ২২ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দর্শনীয় স্থান সম্পর্কে সম্পাদনা

দর্শনীয় স্থানের তালিকাটি পরিমার্জন প্রয়োজন। সেতু, শহীদ মিনার, মসজিদ এগুলো সব জেলাতেই কিছু না কিছু আছে। তাই দর্শনীয় স্থান বলতে এমন স্থানকে উল্লেখ করা উচিত যার ঐতিহাসিক, সামাজিক, পর্যটক মূল্য আছে এমন স্থানকেই দর্শনীয় স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। ফেরদৌস১০:২৩, ২২ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভুলে ভরা সম্পাদনা সম্পাদনা

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নাকি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। ছাগল মার্ক সম্পাদক হলে। এই সব লিখবে এটাই স্বাভাবিক। Asadullah Al Galib1 (আলাপ) ০৩:১৭, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Asadullah Al Galib1: সুধী, উইকিপিডিয়ায় শিষ্টাচার বজায় রেখে মন্তব্য বা আলোচনা শুরু করুন। অন্যথায়, অগঠনমূলক মন্তব্যের কারণে সম্পাদনা করা থেকে বাধাপ্রদান করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্বাগতম পাতাটি পড়ে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:১৭, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon এবং আফতাবুজ্জামান: আমার মনে হচ্ছে Asadullah Al Galib–এর কাছাকাছি নামে আরো একটি উইকিপিডিয়া একাউন্ট আছে। আর এটাই এই ব্যবহারকারীর একমাত্র সম্পাদনা। তার এই আলাপ পাতায় সম্পাদনার দেখে মনে হয় সে উইকিপিডিয়াতে অভিজ্ঞ। সে জানে নিবন্ধের কোথায় আলোচনা করতে হয়। তাই এটি কোন সক পাপেট কিনা তা তদন্তের আবেদন জানাচ্ছি। ____সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৬:০৩, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কিছুদিনের জন্য সম্পূর্ণভাবে সম্পাদনা বন্ধের অনুরোধ সম্পাদনা

@NahidSultan এবং আফতাবুজ্জামান: ব্রাহ্মণবাড়িয়া জেলা, ব্রাহ্মণবাড়িয়া নিবন্ধটি সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলাগুলোর সম্পাদনা কিছুদিনের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নিবন্ধে অনেকে সম্পাদনা প্রকাশ না করে প্রাকদর্শনের স্ক্রিনশট নিয়ে ট্রল করছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে তা অবশ্যই হতাশাজনক। তাই কিছুদিনের জন্য সম্পাদনার সম্পূর্ণ বন্ধের অনুরোধ জানাচ্ছি। ____সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৫:৫৩, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

  সমর্থন City of Zion (আলাপ) ১৫:৫৫, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
করা হল। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৭, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ২২ এপ্রিল ২০২০ সম্পাদনা

জনাব, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, এই পেইজে ব্রাহ্মণ বাড়িয়ার কৃতি ব্যক্তিত্ব এর তালিকা থেকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতিবিদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এর নামটি যুক্ত হয়নি। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি ব্যক্তিত্ব হিসেবে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ও টানা ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি'র নামটি যুক্ত করলে পেইজটি আরও সমৃদ্ধ ও গ্রহণযোগ্য হব।

অতএব এই নামটি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি ব্যক্তিত্বের তালিকায় যুক্ত করতে বিশেষ অনুরোধ করছি। মোঃ সজিবুল হুদা (আলাপ) ১৭:৪২, ২২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ মোঃ সজিবুল হুদা (আলাপ) ১৭:৪৪, ২২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"ব্রাহ্মণবাড়িয়া জেলা" পাতায় ফেরত যান।