আলাপ:বৈশ্বিক মহামারী/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: নকীব বট কর্তৃক ৩ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: WAKIM (আলাপ · অবদান) ১৮:৩৩, ১৫ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা সম্পাদনা

নিবন্ধটি ত্রুটিপূর্ণ। ইতোমধ্য নিবন্ধটিতে এ সম্পর্কিত একটি ট্যাগ রয়েছে। বেশ কিছু অনুচ্ছেদে রচনাশৈলীগত সমস্যা ও আড়ষ্ট অনুবাদ রয়েছে। তাই নিবন্ধটি গোড়া থেকে পুনর্বার পাঠ করুন এবং আড়ষ্ট অনুবাদ ঠিক করুন।--ওয়াকিম (আলাপ) ১৮:৩৩, ১৫ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ওয়াকিম ভাই, একটু অযাচিতভাবেই একটি পরামর্শ দিচ্ছি, যদিও আপনি এই ব্যাপারে অভিজ্ঞ। অনুগ্রহপূর্বক কোনো নিবন্ধ পর্যালোচনার সময় (অন্তত প্রথমবার) মনোনয়ককে উল্লেখ করে মন্তব্য করুন; কারণ মনোনয়ক হয়তো ভুলেই গেছেন যে তিনি অমুক নিবন্ধটি পর্যালোচনার জন্য জমা দিয়েছেন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৩:৩১, ১৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nokib Sarkar: মনোনয়নদাতার আলাপ পাতায় বার্তা দিয়েছি।--ওয়াকিম (আলাপ) ০৫:৪৯, ১৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
সুপ্রিয় ওয়াকিম ভাই আমার উক্ত নিবন্ধটিতে পর্যালোচনা শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার পরামর্শ অনুযায়ী, আমি উক্ত নিবন্ধটির শুরু থেকে শেষ পর্যন্ত রচনাশৈলী ঠিক করেছি, এতে যদি আরো কোন ভুল থেকে থাকে তাহলে আমাকে উল্লেখ করে পুনঃবার্তা দেওয়ার অনুরোধ রইলো, এতেকরে আমি তা তাৎক্ষণিক ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। উল্লেখ্য করোনাভাইরাস মহামারী চলমান মহামারী হওয়ার দ্বরুন উক্ত অনুচ্ছেদটিতে নিয়মিত পরিবর্তন হতে পারে।- এফ আর শুভ(বার্তা দিন) ১৩:১৫, ১৭ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার অগ্রগতি সম্পাদনা

প্রিয় WAKIM, Nokib Sarkar, Foysalur Rahman Shuvo
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে |status= পরামিতির মান স্থগিত লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ১২:০৮, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"বৈশ্বিক মহামারী/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।