আলাপ:বেলি ফুল

সাম্প্রতিক মন্তব্য: PavelSayekat কর্তৃক ১ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

[[Image:Jsambac1.jpg|thumb|Jasminum sambac flower and an unopened bud. The flower smells exactly like the tea as it opens.]]

 
Jasminum sambec2
 
gardenia1
 
gardenia2

Are there any botanists here? Please tell us if it is Gardenia or Jasminum? Both are arguably called jasmine but are quite unrelated.. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:২৬, ৬ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

Also does it have any relation to যুঁই/ যুথীকা (not sure of spelling)? --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:২৯, ৬ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন


ফুলের নামটা বেলী ফুল হওয়া উচিত বেল ফুল নয়। বাংলায় বেলী ফুলটাই বেশি প্রচলিত।--বেলায়েত ০৯:০৫, ৬ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
I have also heard the word বেলী..But I had checked Samsad dictionary which says:

বেল1 [ bēla1 ] n a kind of sweet-smelling flower, the Arabian Jasmine, Jasminum Sambac.
বেল2 [ bēla2 ] n a large bundle, a bale.
বেল3 [ bēla3 ] n diapered lace.
বেল4 [ bēla4 ] n the marmelos, the wood-apple. বেল পাকলে কাকের কী (fig.) it makes no difference for the blind when a circus party comes to the city. বেলের মোরব্বা marmelos jam or jelly. ̃শুঁঠ n. pieces of dried wood-apple.
বেল5 [ bēla5 ] n a bell. বেল পড়েছে, বেল বাজছে v. the bell goes.
বেল6 [ bēla6 ] n bail. বেল দেওয়া v. to accept or admit to or allow bail (as by a magis trate). বেল পাওয়া v. to be allowed bail. বেল হওয়া v. to go or give or stand bail (for). বেলে খালাস করা v. to bail one out. বেলে থাকা v. to be on bail.

there is no entry in the dictionary for বেলী --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৯:৪৮, ৬ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

এটাকে বেল ফুল বলে!!!!!!! আমি তো জানি বেলি। বাংলাদেশ আর ভারতের ডিকশনারিতে একটু ঝামেলা থাকবেই, তাছাড়া ডিকশনারি করার দায়িত্ব থাকে আঁতেলদের উপর তারা তাদের সমস্ত পান্ডিত্ব জাহির করার চেষ্টা করে, সাধারনের কথা চিন্তা করে না। Mamun2a ১০:২৭, ৬ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলা একাডেমী সংক্ষিপ্ততে বেলি নেই, বেল আছে, যার মানে বেল ফুল। বাংলা থেকে ইংরেজিটাতে বেলি ও বেলী redir করা বেল1-এ, যাতে লেখা a species of Jasmine; Jasminum zambac। জুঁই আবার লেখা a sort of Jasmine। আমরাও তাই করতে পারি। (বেল পাকলে কাকের কি?)। --Amr ১০:৪৫, ৬ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
দেখি অরিজিনাল বেল ফুল জোগাড় করতে পারি কিনা, বেলি যদি বেল ফুল হয় তাহলে কৎবেল আর বেল এর ফুলের কি হবে। --Mamun2a ১১:১২, ৬ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
অভিধানের কথা জানি না, কিন্তু অন্যত্র, সবখানেই উপরে Jasminum sambec2 হিসাবে দেখানো ফুলটিকে বেলি ফুল হিসাবে জেনে এসেছি। --রাগিব (আলাপ | অবদান) ১৫:৪১, ৬ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
বেল ফুল অন্য জিনিষ, বেলি আমরা পুর্ব্বঙ্গের ষিকড়-ওয়ালা লোকেরা গোড়ে ফুল কে বলে থাকি, জুঁই ফুলের ঝাড় হয়, যাই হোক আমি জুঁই ফুলের বীচি বা কাটিং খুঁজছি, কারু কাছে থাকলে যোগাযোগ করুন, rahularua@yahoo.com -এ। ০৪:৫১, ১৫ নভেম্বর ২০০৮‎ — 203.76.140.201 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
বাংলা একাডেমির "আধুনিক বাংলা অভিধান" এ বেলি ফুলের উল্লেখ রয়েছে এবং বলা হয়েছে যে, বেল, বেলি, বেলিফুল, মল্লিকা একপ্রকার সুগন্ধযুক্ত সাদা ফুল যা প্রায় সারা বছর ফোটে এবং দেখতে ডিম্বাকৃতির লম্বাটে পাতা ও সরু কান্ডবিশিষ্ট গুল্মজাতীয় উদ্ভিদ। --PavelSayekat (আলাপ) ০২:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

দুটো ফুলের বৈজ্ঞানিক নাম একি হতে পারে না যেটা জুঁই ও বেলি ফুলের ক্ষেত্রে হয়েছে। সম্পাদনা

দুটো ফুলের বৈজ্ঞানিক নাম একি হতে পারে না যেটা জুঁই ও বেলি ফুলের ক্ষেত্রে হয়েছে (Jasminum sambac) জুঁই আর্টিকেলেও ছবির উৎস হিসেবে ইংরেজি Jasmine sambac article এর ছবি ব্যবহার করা হয়েছে এবং ইংরেজি আর্টিকেলটি পড়ে যা মনে হল তা হল এই দুটো বাংলা আর্টিকেল জুঁইবেলি ফুল একটি আর্টিকেল হওয়া উচিৎ এবং দুটো নামই রিডাইরেক্ট করে একটি পেজে আসা উচিৎ, FYI আমার বাড়ির সামনে একটি বেলি ফুলের ঝোপ রয়েছে এবং এটা শুধুমাত্র আমার মতামত, কোন অভিজ্ঞ বোটানিস্ট এক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারেন। PavelSayekat (আলাপ) ১৩:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান মেহেদী আবেদীন ১৩:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এবং আলাপ:জুঁই দ্রষ্টব্য। PavelSayekat (আলাপ) ১৭:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"বেলি ফুল" পাতায় ফেরত যান।