আলাপ:বুর্জ খলিফা

সাম্প্রতিক মন্তব্য: Bellayet কর্তৃক ১৪ বছর পূর্বে "বুরুজ দুবাই থেকে বুর্জ দুবাই থেকে বুর্জ খলিফা" অনুচ্ছেদে

বুরুজ দুবাই থেকে বুর্জ দুবাই থেকে বুর্জ খলিফা সম্পাদনা

নিবন্ধের শিরনাম বুরুজ দুবাই থেকে বুর্জ দুবাই থেকে বুর্জ খলিফা করা উচিত। আমি এই ইন্ডাস্ট্রির হওয়ার জন্য এই স্থাপত্যটি আমাদের কাছে খুবই আলোচ্য ছিল ও আছে। তাই জানি কথাটা বুরুজ নয় বুর্জ। আর আগে ছিল বুর্জ দুবাই এখন নাম পরিবর্তন করে হয়েছে বুর্জ খলিফা, কারুর কোনো আপত্তি না থাকলে আমি সরিয়ে নেব।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:১৮, ৫ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

একমত। সরিয়ে নেওয়া যেতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:২৬, ৫ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
বুর্জ আরবী শব্দ যার বাংলা প্রতিশব্দ বুরুজ, এটি বহুল প্রচলিত, দীর্ঘকাল যাবৎ। । সে কারণেই আমি বুর্জ না লিখে বুরুজ লিখেছিলাম, যেমন আমেরিকানরা বুর্জ দুবাই না বলে সচরাচর দুবাই টাওয়ার হিসেবে উল্লেখ করছে। -- Faizul Latif Chowdhury (talk) ০৩:২৩, ৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
বাংলা দৈনিক এবং অন্যান্য গণমাধ্যমগুলো এখন বুর্জ শব্দটি ব্যবহার করছে। ফলে এ নামেই এটি পরিচিতি পাবে। তাই এখানেও বুর্জ নামটিই ব্যবহার শ্রেয় বলে মনে করি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৩৭, ৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

তথ্যছকের দৈর্ঘ্য - নির্মাতা সংক্রান্ত তথ্য সম্পাদনা

রচনার তুলনায় তথ্যছকের দৈর্ঘ্য অতিরিক্ত হয়ে গেছে। এমতাবস্থায় নির্মাতা সংস্থা তথ্যাদি সাময়িকভাবে ছেঁটে এখানে সংরক্ষণ করা হলো। সম্ভব হলে মূল রচনায় নির্মাতা সংক্রান্ত কিছু তথ্য অচিরেই যোগ করা হবে। Faizul Latif Chowdhury (talk) ০৩:১৫, ৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

|architect = Skidmore, Owings and Merrill |engineer = বিল বাকের at SOM[১] |developer = এমার |owner = |management = |references = |contractor = Joint venture between Samsung C&T, Besix; and Arabtec
Supervision Consultant Engineer & Architect of Record Hyder Consulting
Consutruction Project Manager Turner Construction
Grocon[২]
Planning Bauer AG and Middle East Foundations[২]
Lift contractor Otis[২]
VT consultant Lerch Bates[২]

  1. Blum, Andrew (২৭ নভেম্বর ২০০৭)। "Engineer Bill Baker Is the King of Superstable 150-Story Structures"Wired। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০০৮ 
  2. "Burj Dubai (Dubai Tower) and Dubai Mall, United Arab Emirates"designbuild-network.com। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০০৯ 
"বুর্জ খলিফা" পাতায় ফেরত যান।