আলাপ:বিশ্ব মশা দিবস

সাম্প্রতিক মন্তব্য: মলয় কুন্ডু কর্তৃক ৩ বছর পূর্বে "মুছে ফেলা ও পুরনো লেখা ফেরত আনা" অনুচ্ছেদে

মুছে ফেলা ও পুরনো লেখা ফেরত আনা সম্পাদনা

@মলয় কুন্ডু: অনুগ্রহ করে বলবেন কি আপনি কেন বারবার পুরনো লেখা ফেরত আনছেন? আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৮, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দয়া করে আপনি আমার নিজস্ব লেখাতে কিছু অপসারণ অথবা সংযোজন করবেন না আপনার ইচ্ছে হলে আপনি নিজে অন্য কোনো পাতা তৈরি করুন কিন্তু অন্যের লেখায় তাকে না জানিয়ে সেই লেখার কিছু অংশ অপসারণ বা সেই লেখাটাতে কিছু সংযোজন করাটা অনুচিত...দুঃখিত আপনার খারাপ লেগে থাকলে...তবে আমার লেখাটাতে কিছু অপসারণ বা সংযোজন করবেন না। মলয় কুন্ডু (আলাপ) ১৬:২২, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@মলয় কুন্ডু: শুভেচ্ছা নিন। যেহেতু এটি উইকি, "আমার নিজস্ব" বলে কিছু নেই, আপনার লেখা যেকোন জন সম্পাদনা করতে পারবে আবার একই রকম আমার লেখাও যেকোন জন সম্পাদনা করতে পারবে। আপনি যদি যদি দেখেন, আমি কিন্তু আপনার লেখা ঘষেমেঝে সাজিয়ে এটা লিখেছি ও বেশীর ভাগ লেখা রেখে দিয়েছি। আমি কেবল "তবে মশা বাহিত ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য শুধু এই বিশেষ দিনেই নয় প্রত্যেকদিন সাবধানতা -সতর্কতার নিয়মগুলো সঠিকভাবে পালন করতে হবে; কারণ রোগে সংক্রমিত হয়ে আরোগ্য লাভের তুলনায় আগে থেকে সতর্কতা অবলম্বন করা বেশি সহজ" এই লাইনটি সরিয়ে দিয়েছি (চাইলে অক্ষর মিলিয়ে দেখুন), কারণ এই রকম মন্তব্য উইকিতে লেখা যাবে না। আর কিছু অতিরিক্ত তথ্য ও তথ্যসূত্র যোগ করেছি। আপনি বারবার অতিরিক্ত তথ্য ও তথ্যসূত্র সরিয়ে ফেলছেন কেন এটাই আমি বুঝতে পারছি না। আমি পূর্বের লেখা ফেরত আনছি। অনুগ্রহ করে লেখা না মুছে আপনি চাইলে নতুন তথ্য যোগ করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৫, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আপনি চাইলে নিজস্ব ভাষায় আমার তথ্যগুলো লিখুন। আপনি কারো নিজস্ব লেখায় ভাষা পরিবর্তন বা শব্দ বাতিল না করে নিজস্ব লেখা প্রকাশ করুন। আমি আমার লেখাতে তথাকথিত তথ্যের বাইরে কিছু কথা লিখেছি যেটা সম্পূর্ণ নিজস্ব।তাই আমি আমার লেখা বারবার ফেরত আনছি ...আপনি দয়া করে নিজস্ব ভাষায় তথ্য লেখার চেষ্টা করুন।ধন্যবাদ☺️ মলয় কুন্ডু (আলাপ) ২১:৩০, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@মলয় কুন্ডু: আপনার অবগতির জন্য জানাই, উইকিতে কোন লেখার মালিক কেউ নয়। আপনাকে যেকোন গঠনমূলক সম্পাদনার জন্য স্বাগত জানাচ্ছি, কিন্তু লেখা, তথ্যছক, তথ্যসূত্র মুছে ফেলা গঠনমূলক সম্পাদনার মধ্যে পড়ে না। উপরন্তু নিজের মতামত ("তবে মশা বাহিত ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য শুধু এই বিশেষ দিনেই নয় প্রত্যেকদিন সাবধানতা -সতর্কতার নিয়মগুলো সঠিকভাবে পালন করতে হবে; কারণ রোগে সংক্রমিত হয়ে আরোগ্য লাভের তুলনায় আগে থেকে সতর্কতা অবলম্বন করা বেশি সহজ।") যুক্ত করছেন লেখায়। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩৩, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ কারণ লেখাটি পুরোটাই আমার ...তাই সেই লেখার গঠনমূলক ভিত্তি আছে বলেই আপনি সেই লেখার ভাষার পরিবর্তন না করে কিছু কথা বাদ দিয়ে সেটাকে বারবার পরিবর্তন করে দিচ্ছেন...দয়া করে অন্যের কোনো লেখা কপি করে কিছু অংশ বাদ দিয়ে প্রকাশ করার পরিবর্তে নিজে কিছু লিখুন নিজস্ব মতামত লিখুন ...অন্যের লেখায় বারবার হস্তক্ষেপ করার চেয়ে সেটা বেশি গঠনমূলক কাজ হবে।ধন্যবাদ মলয় কুন্ডু (আলাপ) ২১:৪৭, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@মলয় কুন্ডু: আপনার অবগতির জন্য জানাই, আমি কেবল আপনার নিজস্ব মতামতটুকু বাদ দিয়েছে। বাকি লেখা বাদ দেইনি। উল্টো আমি বাকি লেখাকে সাজিয়ে অতিরিক্ত তথ্যসহ লিখেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৬, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সেক্ষেত্রে আপনি অন্য কোনো পাতা তৈরি করুন যেখানে আলনার নিজস্ব মতামত থাকবে।আপনি খুব সুন্দর লেখা সাজাতে পারেন তাই সেটা নিজের লেখার ক্ষেত্রে সাজালে বেশি গঠনমূলক কাজ হয়। অন্যের লেখায় কপি করে কিছু অংশ বারবার বাদ দিয়ে দেওয়া এবং অতিরিক্ত তথ্যের নামে অন্যের লেখা কপি করা গঠনমূলক কাজ বলে আমার মনে হয় না। ধন্যবাদ মলয় কুন্ডু (আলাপ) ২২:০০, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনি যেমন 'ধবংসমূলক প্রবণতা' উল্লেখ করেছেন সেক্ষেত্রে আমিও কপিরাইট -এর কথা উল্লেখ করছি।আপনি আমার লেখা কপি করে কিছু জিনিস বারবার অপসারণ করেছেন ।নিজস্ব ভাবে পাতা তৈরি করে নিজের ভাষা দিয়ে লেখা সাজান অন্যের ভাষা কপি না করে ।ধন্যবাদ☺️ মলয় কুন্ডু (আলাপ) ২২:০৯, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"বিশ্ব মশা দিবস" পাতায় ফেরত যান।