আলাপ:নকাল্পনিক রচনা

(আলাপ:বাস্তব তথ্যভিত্তিক রচনা থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ৩ বছর পূর্বে "শিরোনাম পরিবর্তন" অনুচ্ছেদে

শিরোনাম পরিবর্তন সম্পাদনা

@Zaheen: নন-ফিকশন (Non-fiction) সর্বদা প্রবন্ধসাহিত্য (Essay) নয়। এটি কল্পনাপ্রসূত ঘটনা বা ব্যক্তি নিয়ে নয় এমন গদ্যরচনা, যেমন - প্রবন্ধ, জীবনী, আত্মজীবনী, ভ্রমণকাহিনি। বাংলা একাডেমি অভিধান অনুসারে এর অর্থ "অকপোলকল্পিত রচনা"।--ওয়াকিম (আলাপ) ১৮:২১, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ওয়াকিম, আমি জানি যে non-fiction-এর অধীনে উপরের সবগুলি শ্রেণী আছে। কিন্তু আমার কাছে যে বাংলা একাডেমির ইংরেজি-বাংলা অভিধান আছে, তাতে non-fiction-এর অধীনে কিছু পাইনি। গৌরিপ্রসাদ ঘোষের ইংরেজি-বাংলা অভিধানে দেখলাম লেখা আছে "প্রকৃত তথ্যভিত্তিক সাহিত্য"। কিন্তু সমস্যা হল বাংলা সাহিত্যের আলোচনাতে "প্রকৃত তথ্যভিত্তিক সাহিত্য" বা "অকপোলকল্পিত রচনা" (যদি নতুন সংস্করণে থেকে থাকে) এই জাতীয় পরিভাষাগুলির ব্যবহার খুবই বিরল। অন্যদিকে "প্রবন্ধসাহিত্য" খুবই সাধারণ একটি পরিভাষা এবং এই তকমার অধীনে সমাজ, সংস্কৃতি, দর্শন, বিজ্ঞান, ইত্যাদি বিভিন্ন বিষয়ে যেকোন রচনা অন্তর্ভুক্ত। এখন কথা হল ভ্রমণ সাহিত্য, জীবনী, আত্মজীবনী, এগুলিও প্রবন্ধসাহিত্যের অধীনে বিবেচনা করা যায় কি না। বাংলাতে সাহিত্যের যেরকম বর্গীকরণ বা শ্রেণীকরণ করা হয়েছে, ইংরেজিতে সেভাবে হয়নি। বাংলা গদ্যসাহিত্যে আমার জানামতে দুইটি মূলধারা কথাসাহিত্য (fiction) ও প্রবন্ধসাহিত্য। এখন আমার প্রশ্ন হল বাংলাতে কি ইংরেজির অনুকরণে non-fiction বলে নতুন শ্রেণী সৃষ্টি করার আদৌ কি কোনও প্রয়োজন আছে? নাকি "প্রবন্ধসাহিত্য"কে একটা ঐতিহাসিকভাবে স্বীকৃত মূলধারার শ্রেণী হিসেবে ধরে non-fiction-এর সাথে আন্তঃউইকিসংযোগ দিয়ে এর ভেতরেই ভ্রমণ সাহিত্য, জীবনী, আত্মজীবনী, ইত্যাদির উল্লেখ রাখা যায় কি না? --অর্ণব (আলাপ | অবদান) ১৯:৫৯, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"প্রবন্ধসাহিত্য"-কে যদি সঙ্কীর্ণ একটা শ্রেণী মনে হয়, তাহলে Non-fiction = "বাস্তব সাহিত্য" পরিভাষাটা কেমন হয়? --অর্ণব (আলাপ | অবদান) ২০:১১, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
না, "বাস্তব সাহিত্য" কথাটা আসলে "বাস্তবধর্মী কথাসাহিত্য"-র সমার্থক হিসেবে বেশি ব্যবহৃত হয়। প্রস্তাব ফিরিয়ে নিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ২০:১৪, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আরেকটা শব্দ পেলাম "অকল্পিত", অর্থাৎ যা "বাস্তবিক, মনগড়া নয়, প্রকৃত"। আপনার দেয়া "অকপোলকল্পিত রচনা"-র সামান্য পরিবর্তন করে "অকল্পিত রচনা" লিখলে হয়ত একটু কম গুরুগম্ভীর শোনায়। তবে এটার কোনও প্রচলন নেই। --অর্ণব (আলাপ | অবদান) ২০:২২, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আরেকটু খোঁজ করলাম। বিডিনিউজ২৪-এর শিল্প-সাহিত্য বিভাগের এই নিবন্ধটাতে নন-ফিকশনের বাংলা করা হয়েছে "বাস্তব তথ্যভিত্তিক রচনাবলি" বা "প্রকৃত তথ্যভিত্তিক রচনাবলি"। এই নামকরণটা প্রথমত গৌরিপ্রসাদ ঘোষের অভিধানের অনুবাদের কাছাকাছি, আর নন-ফিকশনের ইংরেজি যে সংজ্ঞা ("writing based on facts") সেটার সাসঙ্গেও মিলে যায়। তাই আপাতত আমি "বাস্তব তথ্যভিত্তিক রচনাবলি" শিরোনামে সরিয়ে দিচ্ছি। তবে আলোচনা উন্মুক্ত রইল। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:১৯, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"নকাল্পনিক রচনা" পাতায় ফেরত যান।