আলাপ:বাঙালি সাহিত্যিকদের তালিকা (বর্ণানুক্রমিক)

সাম্প্রতিক মন্তব্য: মাধুরী লতা বিশ্বাস কর্তৃক ৮ মাস আগে "শংকর হালদার শৈলবালার আত্মজীবনী।" অনুচ্ছেদে

কাজ চলছে সম্পাদনা

বাঙালি সাহিত্যিকদের তালিকা (বর্ণানুক্রমিক) পাতাটি সম্পাদনা চলছে। এজন্য প্রতিনিয়ত যাচাই-বাছাই করছি। তালিকায় সন্নিবেশিত কোনো নাম বিষয়ে কোনো আপত্তি কিংবা বিভ্রান্তি থাকলে প্রথমে আলাপ পাতায় মতামত রাখার অনুরোধ করছি।-- ইমন রেজা (আলাপ) ১০:০১, ৯ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ঔপন্যাসিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের নাম সংযুক্তিকরণ সম্পাদনা

ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের সম্পর্কে তথ্য নেই কেন ? Lakshmikanta Manna (আলাপ) ১৫:৪২, ২৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ঝড়েশ্বর চট্টোপাধ্যায় সম্পাদনা

নাম সংযুক্ত করা যেতে পারে । বঙ্কিম পুরস্কারে সম্মানিত সাহিত্যিক সমাজের নিম্মবর্গীয় মানুষদের জীবন ইতিহাস ও পরিবেশ নিয়ে অনেক লেখা আছে যা কিনা কলকাতার দে'শ পাবলিশার্স প্রকাশ করে আসছে। Lakshmikanta Manna (আলাপ) ১৫:৫৪, ২৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

= মুহাম্মদ মিজানুর রহমান = সম্পাদনার অনুরোধ, ১৯ আগস্ট ২০১ https://www.bhorerkagoj.com/print-edition/2019/02/.../236164.php www.pirojpur.gov.bd/site/.../প্রখ্যাত%20ব্যক্তিত্ব m.dailynayadiganta.com/detail/news/291196 https://www.radiotodaynews.com/arts-literature/news/11119

লেখিকার নাম অন্তভূক্তিকরণ প্রসংগে সম্পাদনা

বাংলাদেশের লেখকদের নামের তালিকায় কবি কুসুমকুমারি দাশের নাম অনুপস্থিত। এটা কি যুক্ত করা যায় কিনা?

https://bn.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A7%81%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AE%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80_%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B6

প্রবন্ধের বিষয়ে সম্পাদনা

এই প্রবন্ধটির জন্য, লেখকের অনেক উপকৃত হচ্ছে। লেখকের বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। মাধুরী লতা বিশ্বাস (আলাপ) ২০:৫৭, ১৯ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ২৪ মার্চ ২০২২ সম্পাদনা

অমিত কুমার কুণ্ডু:

১৯৮৪ খ্রিষ্টাব্দের ২৫ অক্টোবর ঝিনাইদহ জেলার মহেশপুরে জন্মগ্রহণ করেন। পিতা অমল কুমার কুণ্ডু ও মাতা দীপ্তি রানি কুণ্ডু। বিদ্যুৎ প্রকৌশলী হিসেবে ঢাকাস্থ বিদ্যুৎ বিভাগে কর্মরত। তিনি নিয়মিত গল্প-কবিতা, ছড়া, গোয়েন্দা গল্প, প্রবন্ধ ও উপন্যাস লিখে চলেছেন। তাঁর লেখার জগতের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে রহস্য, থ্রিলার ও গোয়েন্দা গল্প । প্রকাশিত কিশোর প্রবন্ধ- বিশ্বজয়ী হও (২০১১, ২০১৮) ও উপাসনা (২০১২)। ছড়া-কবিতার বই- অয়ন্তিকা (২০১২), জননী আমার স্বদেশ আমার (২০১৬), ছন্দে ছন্দে নৈতিকতা (২০১৮), বঙ্গবন্ধু অবিনাশী অক্ষয় (২০২০), বড়ো হতে চাও, রোজ ফল খাও (২০২২) ও তুমি আমার বঙ্গবন্ধু (২০২২)। ছোটোদের গল্পের বই- সততার পুরস্কার (২০১৭), গল্প কথায় বর্ণমালা (২০১৯ ও ২০২২), লাস্ট বেঞ্চের ছাত্র (২০১৯), ফার্স্ট বেঞ্চের ছাত্র (২০২০), ভূতবন্ধু ও পরিকুমারীর গল্প (২০২২), গুপ্তধন ও বনকুমারের গল্প (২০২২), অচিনপুরের রূপকথা (২০২২), পরিবন্ধু ও জাদুর খাতা (২০২২) এবং বনমোরগের গল্প (২০২২)। গল্পের বই- শুধু তোমারই জন্য (২০১৫)। সম্পাদনা করেছেন- আবাহন (২০১১), হাতেখড়ি (২০১২), মহেশপুর সাহিত্য পত্রিকা (২০১৫), লিটারেচার (২০২১) ও ত্রৈমাসিক গোয়েন্দা (২০২১)। বর্তমানে তিনি মহেশপুর সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। পেয়েছেন মহেশপুর সাহিত্য পরিষদ পদক (২০২১)। ২০২১ সাল থেকে ‘গল্পে গল্পে শুদ্ধ ভাষা’ নামে তাঁর একটি ধারাবাহিক প্রতিমাসে ‘কিশোর বাংলা’ পত্রিকায়, ‘ভূতবাংলো রহস্য’ নামে একটি কিশোর থ্রিলার সিরিজ প্রতিসংখ্যায় ‘নব ভাবনা’ পত্রিকায় ও নিয়মিত গোয়েন্দা গল্প প্রকাশিত হচ্ছে ‘ত্রৈমাসিক গোয়েন্দা’ পত্রিকায়। প্রথম আলো, কালের কণ্ঠ, ইত্তেফাক, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, সমকাল, জনকণ্ঠের মতো উল্লেখযোগ্য দৈনিকে, শিশু, নবারুণ, টইটম্বুর, সচিত্র বাংলাদেশ, বেতার বাংলার মতো উল্লেখযোগ্য মাসিকে এবং সময়ে সময়ে প্রকাশিত সাহিত্যের ছোটো কাগজে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হচ্ছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও আসামের পত্রিকায় তাঁর লেখা বেশির ভাগ রচনাই পাঠকপ্রিয় হয়েছে। তাঁর গল্প অসমীয় ভাষায় অনূদিত হয়ে আসামের পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি রহস্য, গোয়েন্দা ও থ্রিলারপ্রেমী পাঠকশ্রেণির জন্য রচনা করেছেন গল্পগ্রন্থ ‘কাপ্তাইয়ে কিস্তিমাত’। সীমা দে (আলাপ) ০৬:২৭, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়নি। এটি তালিকা নিবন্ধ, জীবনীমূলক নিবন্ধ নয়। এই তালিকায় নিবন্ধ যোগ করতে হলে আগে নিবন্ধ থাকতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৩, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৩০ জুন ২০২২ সম্পাদনা

শংকর হালদার শৈলবালা। একজন বাংলা সাহিত্যের কবি ও সাহিত্যিক। যোগ করার জন্য অনুরোধ করছি। তথ্য অন্বেষণ লেখকের আত্মজীবনী দ্বিতীয় খন্ড। টিউলিপ প্রকাশনী থেকে প্রকাশিত। সম্পাদনায় :- শান্তনু দাস। 2409:4061:2E13:E227:0:0:CD48:BE0E (আলাপ) ০৬:৩৫, ৩০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়নি। এই তালিকায় নিবন্ধ যোগ করতে হলে আগে উইকিপিডিয়ায় আলাদাভাবে তার নিবন্ধ থাকতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৫, ১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৩০ সেপ্টেম্বর ২০২২ সম্পাদনা

মুহাম্মদ মিজানুর রহমান Ayman Hassn1200 (আলাপ) ১২:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়নি মুহাম্মদ মিজানুর রহমান নামে কোন সাহিত্যিকের নিবন্ধ নেই —শাকিল (আলাপ · অবদান) ১২:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

শংকর হালদার শৈলবালার আত্মজীবনী। সম্পাদনা

মাধুরী লতা বিশ্বাস (আলাপ) ১১:২০, ১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"বাঙালি সাহিত্যিকদের তালিকা (বর্ণানুক্রমিক)" পাতায় ফেরত যান।