আলাপ:বাংলাদেশ ছাত্রলীগ

সাম্প্রতিক মন্তব্য: Robi -1999 কর্তৃক ১ বছর পূর্বে "মূল নিবন্ধ কেন করা হয়??" অনুচ্ছেদে

নতুন নিবন্ধ তৈরি করা প্রসংগে সম্পাদনা

"বাংলাদেশ ছাত্রলীগ" সম্পর্কিত কি আর কোনো নিবন্ধ আছে বা অন্যকোনো শিরোনামে? --Ashiq Shawon (আলাপ) ১০:৩২, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৭ জুন ২০১৭ সম্পাদনা

লোগো বদলাতে হবে। কারন বাংলাদেশ ছাত্রলীগ কালো রঙের লোগো ব্যবহার করে

রাতুল সাকলাইন (আলাপ) ১৭:০২, ৭ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কোন তথ্যসূত্র আছে কি? কালো রংযের লোগো সংক্রান্ত তথ্যটি কোথায় পেলেন? - Ashiq Shawon (আলাপ) ০৮:৩০, ৮ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়নি আফতাব (আলাপ) ০০:৪২, ৩০ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
তাদের ওয়েবসাইটে লগো কিন্তু কালো রং-এর। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১৩, ৫ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তথ্যছক সংশোধন প্রসঙ্গে সম্পাদনা

@NahidSultan: নাহিদ ভাই, বাংলাদেশ ছাত্রলীগ নিবন্ধের তথ্যছকে দেওয়া প্রেসিডেন্ট ও সচিব এর পরিবর্তে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক লেখার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের উপশিক্ষা বিষয়ক সম্পাদকের পরিচয়ে user:নাহিদ উকিল জুয়েল নামক ব্যবহারকারী আমার আলাপ পাতায় বার্তা দিয়েছেন এবং তিনি উক্ত নিবন্ধে তাদের লোগো লাল রঙের পরিবর্তে কালো রঙের লোগো যোগ করার অনুরোধ করেছেন। যদিও আমিও কালো রঙের লোগোটি যোগ করে দিয়েছি। তথ্যছক সংশোধনের বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানালাম, ধন্যবাদ। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:৫৩, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

করেছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১১, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: ধন্যবাদ সংশোধন করে দেওয়ার জন্য, ভাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপশিক্ষা বিষয়ক সম্পাদক user:নাহিদ উকিল জুয়েল লাল রঙের লোগোটি পরিবর্তন করে বর্তমানে সংযুক্ত কালো রঙের লোগোটি যোগ করতে বলেছেন এবং আমি তা করে দিয়েছি। কিন্তু উনি আলাপ পাতায় আমাকে বলতেছেন যে, ওটা নাকি তেমন উচ্চ রেজ্যুলিউশন ও সাইজ ঠিক নাই সেজন্য আমাকে মেসেঞ্জারে অরিজিনাল লোগোটি পাঠাতে চাইছেন। এই ধরনের লোগো কি উইকিপিডিয়াতে এড করা উচিত হবে একটু বলবেন?আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:২৩, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
তিনি আমাকে মেইল করেছিলেন। তাকে এসভিজি সংস্করণ মেইলে পাঠাতে বলেছি। পাঠালে ওটা দেওয়া যাবে অসুবিধা নাই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৯, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: হুম, আমি ওনাকে আপনার সাথে যোগাযোগ করতে বলেছিলাম। ওটা বর্তমানে কালো যেই লোগোটা আপলোড করেছি সেটার নতুন সংস্করণ হিসেবে বাংলা ও ইংরেজি উইকিপিডিয়াতে আপলোড করে দিয়েন। ধন্যবাদ।আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৫৮, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ সম্পাদনা

বাংলাদেশ ছাত্রলীগের আছে অনেক গৌরব গাঁথা। সেই তথ্য গুলোও দেওয়া হোক।

অনুচ্ছেদ সম্পাদনা

@আফতাবুজ্জামান: কার্যক্রম অনুচ্ছেদটার কোনো প্রয়োজন আছে? -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৬:১৪, ১৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্রসহ আছে। আমি সমস্যা দেখি না। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৯, ১৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মূল নিবন্ধ কেন করা হয়?? সম্পাদনা

@Md.Farhan Mahmud: সমস্ত তথ্য যদি সংযুক্ত নিবন্ধেই দেওয়া থাকে তাহলে মূল নিবন্ধ করার কি কোনো প্রয়োজন আছে? আমি উল্লেখ করেই দিয়েছিলাম সমস্ত তথ্য মূল নিবন্ধে আছে, তাই সংযুক্ত নিবন্ধে সারাংশ দিয়ে এডিট করে দিয়েছিলাম। কিন্তু মোটেও কিন্তু সমস্ত তথ্য মুছে ফেলিনি। Robi -1999 (আলাপ) ০৯:২৫, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"বাংলাদেশ ছাত্রলীগ" পাতায় ফেরত যান।