আলাপ:ফাযায়েলে আমল

সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ৩ বছর পূর্বে "সম্পাদনার বাঁধা রহিতকরণের আবেদন" অনুচ্ছেদে

আইপি এড্রেস কর্তৃক সম্পাদিত অংশ বাদ প্রসঙ্গে সম্পাদনা

@আফতাবুজ্জামান: আইপি এড্রেস কর্তৃক সম্পাদিত অংশটি বাদ দেওয়া হয়েছে। কারণ— “সমালোচনা অংশে মূর্তিপূজা, পৌরাণিক কাহিনী এ জাতীয় শব্দ যুক্ত করা হয়েছে। যা মিথ্যা, ইসলামি বইয়ে মূর্তিপূজা করার কথা থাকে না। "সহিহ ফাজায়েলে আমল” একটি স্বতন্ত্র গ্রন্থ, যা আরব দেশের ওলামা কর্তৃক লিখিত। বক্ষমান গ্রন্থটি ভারতে লিখিত। তাই "সহিহ ফাজায়েলে আমল" গ্রন্থটি বক্ষমান গ্রন্থের সংস্করণ নয়। সুতরাং এটি এ নিবন্ধে আলোচ্য বিষয় নয়।” Owais Bin Elias (আলাপ) ২০:০১, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
দয়া করে সমালোচনা অনুচ্ছেদের লেখা মুছে দেবেন না। আপনার মুছে দেওয়া লেখা আমি পুনরায় উদ্ধার করেছি। উপরে যে যুক্তি দিয়েছেন তা আপনার মতামত। কিন্তু সমালোচনা অনুচ্ছেদে থাকার কথা তথ্যসূত্রসহ গুরুত্বপূর্ণ কারো মন্তব্য বা উদ্বৃতি যা রয়েছে। আর অনুচ্ছেদের নামই সমালোচনা, সেখানে বিষয়ের পক্ষেতো লেখা থাকার কথাও না। আপনি নিবন্ধটি নিরপেক্ষ দৃষ্টিতে লিখছেন না। সুতরাং আপনাকে অনুরোধ করছি তুলনামুলক নিরপেক্ষ সংস্করণ হলো ইংরেজিটি, আপনি অবদান রাখতে চাইলে সেটা অনুবাদ করুন। অন্যথায় নিবন্ধে আইপি এবং আপনি দুই পক্ষ সম্পাদনা যুদ্ধ করবেন না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৫৪, ১১ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: আমি কি সমালোচনা অংশ সংশোধন করতে পারি?? Owais Bin Elias (আলাপ) ১৩:০৭, ১১ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: & @আফতাবুজ্জামান: ইংরেজি ভার্সনে এই আইপি এড্রেস কর্তৃক তথ্যগুলো যোগ করা হয়েছে। ইংরেজিটার ইতিহাস দেখুন। Owais Bin Elias (আলাপ) ১৩:১৪, ১১ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

এবং আরো লক্ষ্য করুন। ইংরেজি ভার্সনে আইপি এড্রেস কর্তৃক সব অংশ যুক্ত করা হয় নি। আইপি এড্রেস কর্তৃক বাংলা, ইংরেজিতে ভুল তথ্য দেওয়া হয়েছে। Owais Bin Elias (আলাপ) ১৩:১৮, ১১ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমি ইংরেজি নিবন্ধটি আরও পর্যালোচনা করার পর দেখলাম সেখানে আমাদের বাংলা উইকিপিডিয়ার একজন বাধাপ্রাপ্ত ব্যবহারকারী এই তথ্যগুলো যুক্ত করেছেন। উক্ত ব্যবহারকারীর উদ্দেশ্যপ্রণোদিত লেখা যুক্ত করার প্রবণতা রয়েছে। আইপি ঠিকানাটিও উক্ত ব্যবহারকারীর হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি বাংলা থেকে সাধারণ তথ্য রেখে সব মুছে দিয়েছি। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৭, ১১ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: পটভূমি, উৎস, গঠন ফিরিয়ে আনতে পারেন। Owais Bin Elias (আলাপ) ১৪:১২, ১১ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার বাঁধা রহিতকরণের আবেদন সম্পাদনা

en:Talk:Fazail-e-Amaal অনুযায়ী পূর্বের যে অংশ নিয়ে বিতর্ক হয়েছিল টা সর্বসম্মতিক্রমে ইংরেজি নিবন্ধে পুনরায় যোগ করা হয়েছে। আমি বাংলা নিবন্ধটিতেও উক্ত অংশ যোগ করার জন্য নিবন্ধের বাঁধা রহিতকরণের বিনীত আবেদন জানাচ্ছি। 45.125.220.162 (আলাপ) ১২:৩০, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বাঁধা রহিতকরণের স্থান এটি নয়, আপনি নিজেও বুঝতে পারছেন। ওয়াইস ভাই, বাঁধাপ্রাপ্ত ব্যবহারকারী বলেই বার্তা মুছে দিতে হবে না।বলার অধিকার সবার রয়েছে এমনকি মত প্রকাশেরও। যতক্ষণ না তা স্প্যামিং, স্পষ্টত ট্রোলিংয়ের পর্যায়ে না যায়, ততক্ষণ বার্তা মোছার প্রয়োজন নেই। নতুন ব্যবহারকারীদেরও সুযোগ তো দিন। — Meghmollar2017আলাপ০৫:২৩, ১৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"ফাযায়েলে আমল" পাতায় ফেরত যান।