আলাপ:পুরাণ (ভারতীয় শাস্ত্র)

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১ বছর পূর্বে "হিন্দু পুরাণ" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প হিন্দুধর্ম
এই নিবন্ধটি উইকিপ্রকল্প হিন্দুধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় হিন্দুধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

শিরোনাম সম্পাদনা

Myth এর বাংলা হিসেবে আমার পুরাণ শব্দটি জানা ছিল। কোনটা বেশী প্রচলিত? আমার মতে প্রচলিত শব্দ মূল শিরোনাম হিসসাবে ব্যবহার করা উচিত।--রাজিবুল ১৩:৩৫, ১৯ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

হিন্দু পুরাণ সম্পাদনা

হিন্দু পুরাণ নামে একটি পাতা আছে। বর্তমান এই পাতাটিতে হিন্দুদের পুরাণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হোক। এ পাতাটিতে কেবল হিন্দু পুরাণ নয়, সাথে হিন্দু পুরাণের বাইরে অন্যান্য সকল পুরাণ যেমন জৈন পুরাণ, বুদ্ধ পুরাণ, গ্রিক পুরাণ ইত্যাদি নিয়ে আলোচনা করা যেতে পারে। কারণ এ বিষয়ে কোনো পাতা চোখে পড়ে নি। হয়তো পাতাটি তৈরির উদ্দেশ্য এটাই ছিল। তাই পুরাণ (ভারতীয় ধর্ম) এর পরিবর্তে কেবল পুরাণ শিরোনামে স্থানান্তর করার অনুরোধ করছি। -- রবিন সাহা ১৬:৩৬, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR শিরোনাম পরিবর্তনের এই আলোচনা দেখুন। আফতাবুজ্জামান (আলাপ) ২১:১২, ৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"পুরাণ (ভারতীয় শাস্ত্র)" পাতায় ফেরত যান।