আলাপ:নৃবিজ্ঞান

সাম্প্রতিক মন্তব্য: নিতু কর্তৃক ৪ বছর পূর্বে "নৃবিজ্ঞান জনক কে" অনুচ্ছেদে

এই নিবন্ধ এবং নৃতত্ববিজ্ঞান, নৃতত্ববিদ্যা নিবন্ধ দুটো --- তিনটিকেই নৃবিজ্ঞান-এ redirect করার অনুরোধ করছি। --- অর্ণব ১৩:৪৫, ৭ মে ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

আমি নৃতত্ত্ব শিরোনাম রাখার পক্ষে।--রাজিবুল ১৬:৫৯, ৫ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
আসলে এটা এখন একটা সামাজিক বিজ্ঞান। Sociology এখন বাংলায় সমাজবিজ্ঞান। একই ভাবে Anthropology-কে আজকাল নৃবিজ্ঞান-ও বলা হয় (উদাহরণ - বাংলা একাডেমীর নৃবিজ্ঞান কোষ)।--অর্ণব (আলাপ | অবদান) ১৭:০৮, ৫ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
এটা যে এক ধরনের বিজ্ঞান এতে কোন আমার সংশয় নেই। বাংলা একাডেমীর Bengali-English dictionary তে নৃতত্ত্ব এর ইংরেজী দেখে মনে হচ্ছে সেটাই প্রচলিত। তাছাড়া বিশ্ববিদ্যালয় গুলোতে বিভাগের নাম হিসাবে নৃতত্ত্ব বিভাগই আছে বোধ হয়। --রাজিবুল ১৭:৫৪, ৫ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

নৃবিজ্ঞান জনক কে সম্পাদনা

ক্লাইড লেভিস্ট্রাউস নিতু (আলাপ) ১৪:৫২, ২৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"নৃবিজ্ঞান" পাতায় ফেরত যান।