আলাপ:নূর হুসাইন কাসেমী

সাম্প্রতিক মন্তব্য: Safi Mahfouz কর্তৃক ৩ বছর পূর্বে "অক্টোবর ২০২০" অনুচ্ছেদে

অক্টোবর ২০২০ সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


@Safi Mahfouz: কওমিপিডিয়ায় ওনার অনেক বর্ণনা আছে, এটাকে আব্দুল হালিম বুখারীর মত একটি ফরম্যাটে নিয়ে আসলে মনে হয় ভাল হয়, তথ্যছক সহ৷ - ওয়াইস আলাপ ০০:০৩, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনি ওরকম একটা ফরম্যাটে নিয়ে আসেন। আমি তারপর ওটাকে ইংরেজিতে অনুবাদ করব। - ওয়াইস আলাপ ০২:২৯, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni: আমি তো এই নিবন্ধের উল্লেখযোগ্যতা নিয়ে খুবই চিন্তায় আছি। তাছাড়া উইকিপিডিয়ানরা কি কওমিপিডিয়াকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে গ্রহণ করবেন? আবার তারা নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে অপসারন প্রস্তাবনা দিতে পারে। এসব বিষয়ে একটু আলোকপাত করুন। ধন্যবাদ। উত্তরের অপেক্ষায় থাকলাম সাফী মাহফূজ বলুন ০৪:৪০, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আর উনি যেহেতু জীবিত ব্যক্তি, তাই উনার ব্যপারে শক্ত ও উল্লেখযোগ্য সূত্র প্রয়োজন। কওমিপিডিয়া কি এই নীতি পূরন করতে সক্ষম? সাফী মাহফূজ বলুন ০৪:৪৪, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Safi Mahfouz: উনি যদি উল্লেখযোগ্য না হয় ধর্মীয় অঙ্গনে উল্লেখযোগ্য আর হবেই বা কে? উনি আল হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান। শুধু এটিই উল্লেখযোগ্যতার জন্য যথেষ্ট। আর কওমিপিডিয়া উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠা করার জন্য নয়, সাধারণ জন্ম-লেখাপড়া এগুলোর জন্য। - ওয়াইস আলাপ ০৮:৩০, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni: আমিও প্রথমে কওমিপিডিয়া থেকেই কপি করেই পেস্ট করেছিলাম। কিন্তু একজন user পরিষ্করণ করতে গিয়ে কয়েকটা গুরুত্ত্বপূর্ণ জিনিসও Delete করে দিয়েছিলেন। যেমন শিক্ষকবৃন্দের তালিকা। ঐ user আমারটা রুপান্তর করে পুনর্লিখন করেছিলেন।উত্তর প্রদানের জন্য ধন্যবাদ সাফী মাহফূজ বলুন ১০:৪০, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
উনার ছবিটা add করার একটু চেষ্টা করুন। সাফী মাহফূজ বলুন ১০:৪০, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Safi Mahfouz:ওটা নিয়ে চিন্তা করতে হবে না। স্বাক্ষর আর ছবি আমি যোগ করে দিব। - ওয়াইস আলাপ ১২:১২, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Safi Mahfouz: আগামী ১৫ তারিখ ওনাদের কাউন্সিল আছে, এতে ওনি উর্ধ্বতন কোন পদ পাওয়ার সম্ভাবনা আছে। এরকম হলে পত্র-পত্রিকায় ওনাকে নিয়ে নিউজ হবে। এর আগে এটি বড় করতে পারেন কিনা দেখেন। - ওয়াইস আলাপ ২০:৩০, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: বেফাক, হাইআত আর বারিধারায় তিনি কবে থেকে দায়িত্ব পালন করছেন? সাফী মাহফূজ বলুন ২০:৪৫, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Safi Mahfouz: যতটুকু সম্ভব লিখেন। বাকিগুলো পরে দেখা যাবে। - ওয়াইস আলাপ ২১:১৮, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni: যতটুকু পেরেছি, সম্প্রসারন করেছি। ছবি আর সিগনেচারটা যোগ করে {{কাজ চলছে}} ট্যাগটা সরিয়ে দিন। সাফী মাহফূজ বলুন ১১:২৩, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"নূর হুসাইন কাসেমী" পাতায় ফেরত যান।