আলাপ:দুর্গাপূজা

সাম্প্রতিক মন্তব্য: Santu Kumar bhadra কর্তৃক ৬ মাস আগে "উথলী গ্রামের দুর্গা পুজার ইতিহাস :" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প হিন্দুধর্ম
এই নিবন্ধটি উইকিপ্রকল্প হিন্দুধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় হিন্দুধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

Hello,

I am a bit confused. I have seen many different spellings of Durgā Pūjā such as দুর্গাপূজা, দূর্গা পূজা, দুর্গা পূজা, দূর্গাপূজা... If there is a correct spelling would someone please notify me? I am not sure of দূর্গা, because on the Bengali article Durga, it is spelt দুর্গা, in Sanskrit (according to the English Wikipedia) it is spelt दुर्गा (দুর্গা).

Thank you. --Docwho (চিনাৎসু) ০৭:৪৯, ১৬ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

Good catch. The Bangla Academy dictionary says দুর্গা with a উ-কার only, and Banglapedia keeps দুর্গা and পূজা together, so দুর্গাপূজা it is, then. --অর্ণব (আলাপ | অবদান) ০৯:০৪, ১৬ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

পূজা উদযাপন সম্পাদনা

রাগিব ভাই পূজা উদযাপনের বিস্তারিত বর্ণনা পরে থাকবে। তাই ভূমিকায় কাটছাঁট না করাই ভাল। আর ধন্যবাদ, আমি একটি শিরোনাম খুঁজছিলাম, আপনি 'পূজা উদযাপন' কথাটি লিখে আমার বিশেষ উপকার করলেন।--অর্ণব দত্ত ২৩:০১, ২৮ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে, কিন্তু ভূমিকাটি একটু দীর্ঘ হয়ে গেছে। ভূমিকাতে পুরো নিবন্ধের সারাংশ থাকতে হবে। আশা করি ভূমিকা থেকে বিস্তারিত খুটিনাটি ব্যাপার পরে সরিয়ে দিবেন, আর সারাংশ ধাঁচে লিখবেন। --রাগিব (আলাপ | অবদান) ০১:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

উথলী গ্রামের দুর্গা পুজার ইতিহাস : সম্পাদনা

মহিষাসুর মর্দিনীর প্রাণপুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পূর্বপুরুষ এর শেকড় বাংলাদেশের সাতক্ষীরা জেলার উথলী গ্রামের দুর্গা পুজার ইতিহাস :

অবিভক্ত ভারতের খুলনা জেলার  কপোতাক্ষ তীরবর্তী একটি গ্রাম উথলী। বর্তমানে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কর্দমাক্ত মেঠো পথে ঘেরা সুফলা সুজলা গ্রাম উথালী। মহিষাসুর মর্দিনীর প্রানপুরুষ স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পারিবারিক বংসপজ্ঞী খুজতে যেয়ে কিছু প্রাচীন কাগজ পত্রের সন্ধান পাই। সেখান থেকে উথলীর সামান্য কিছু তথ্য আমাদের হাতে আসে। প্রাচীন কালে এক উন্নত সভ্যতা গড়ে ওঠে কপোতাক্ষের তীরে আজকের উথালী (প্রাচীন বুড়ন দ্বীপ)। এই গ্রামে কোঠাবাড়ি নামক স্থানে ১০৮ টি ঘরের সমন্বয়ে এক বিশাল অট্টালিকা গড়ে ওঠে। সেখানেই প্রথমে শুরু হয় দুর্গাপুজা। একটা তালপাতায় ১০৭৬ বঙ্গাব্দের বাৎসরিক দুর্গাপুজার হিসাব আবিস্কৃত হয়। সেখানে পুজার মোট খরচ আট আনা লিপিবদ্ধ আছে। উথালী (প্রাচীন বুড়ন দ্বীপ) এর দুর্গা পুজার সঠিক হিসাব জানা না গেলেও আপাতত এটা ৩৫৪ বছরের ও অধিক পুরাতন। পরবর্তীতে ১৩৪৭ বঙ্গাব্দে এটা পুনরায় নতুন করে তৈরি করা হয়। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে  শত শত বছর ধরে প্রতিবদ থেকে দেবী শৈলপুত্রি, দেবী মহাগৌরি, দেবী কাত্যয়নী, দেবী স্কন্দমাতা, দেবী চন্দ্রঘণ্টা, দেবী ব্রহ্মচারিণী, দেবী কালরাত্রি, দেবী সিদ্ধিদাত্রী ও দেবী কুষ্মাণ্ডা এই নয় রুপে নবদুর্গা পুজিত হয়ে আসছেন। কালের বিবর্তনে বড় বড় দালানকোঠা ,হাজার হাজার বিঘা সম্পত্তি হারিয়ে গেলেও এখনো কালের সাক্ষী হয়ে ভদ্রবংসের অস্তমিত শেষ প্রদীপ উথালীর দুর্গা পুজা অলৌকিক ভাবে মাত্র ১১ জন সদস্য এর হাতে টিকে রয়েছে।যুগ যুগ ধরে মায়ের আগমনে মুখরিত হোক উথালী শারদসম্মেলনী। Santu Kumar bhadra (আলাপ) ১৫:৩২, ৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"দুর্গাপূজা" পাতায় ফেরত যান।