সকল চামড়াই (Skin) ত্বক (Integument) কিন্তু সকল ত্বকই চামড়া নয়। সম্পাদনা

ত্বক (Integument) বলতে প্রাণিদেহের সবচেয়ে বাহিরের প্রাকৃতিক আবরণকে বোঝায়। যেমন চামড়া (Skin), খোলক (Shell), ক্যারাপেজ (Carapace), কিউটিকল (Cuticle) ইত্যাদি। এটি প্রাণিদেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের মধ্যস্থলে অবস্থান করে প্রাণীকে বহিঃপরিবেশের নানাবিধ ক্ষতি থেকে রক্ষা করে থাকে।

চামড়া (Skin) বলতে কেবলমাত্র মেরুদণ্ডীদের নরম বহিঃআবরণকে বোঝায় যা এপিডার্মিস ও ডার্মিস নামক প্রধান দুটি কোষীয় স্তর নিয়ে গঠিত। এই স্তরদ্বয় থেকে যেসব অঙ্গের উৎপত্তি হয়ে থাকে তাদের ত্বকোদ্ভূত অঙ্গ বলে যা চামড়াকে নানাভাবে সহায়তা করে।

আমার মনে হয় এ বিষয়টি ভুল শিরোনামে অনুবাদ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যাবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি। Nahid Hossain ০৭:২৬, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

  করা হয়েছে ~ মহীন (আলাপ) ০৭:৫৪, ২৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"ত্বক" পাতায় ফেরত যান।