আলাপ:তারামণ্ডল

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ৫ বছর পূর্বে "তারামণ্ডল শব্দটি বদলে নক্ষত্রপুঞ্জ করা হোক" অনুচ্ছেদে

নক্ষত্র/ তারা? সম্পাদনা

নক্ষত্র-তারার এই "পার্থক্য" কতটা নতুন? এটি কি স্টান্ডার্ড হিসেবে গৃহীত? নাকি কোন একক লেখকের অভিমত?

আমার জানামতে, এবং বাংলা একাডেমীর "জ্যোতির্বিজ্ঞান শব্দকোষ" (১৯৯৮) অনুসারে

  • Star = নক্ষত্র = তারা।
  • Cluster = গুচ্ছ বা স্তবক।
  • Constellation = নক্ষত্রস্তবক = নক্ষত্রমণ্ডলী = তারামণ্ডলী।

--অর্ণব (আলাপ | অবদান) ০৯:১১, ৬ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

আমি মূলত মোহাম্মদ আবদুল জব্বারের বই অনুসরণ করেছি। কারণ তার বইগুলোই সবচেয়ে নির্ভরযোগ্য। তবে হ্যা, আরও বিস্তর জানা উচিত। তবে মণ্ডলীর বদলে বোধহয় মণ্ডল ব্যবহার শ্রেয়। বাকি তথ্য আমি পরে জানাবো। ধন্যবাদ। মুহাম্মদ ১১:০১, ৮ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

আমার মনে হয় আগে জানিয়ে নিন, তার পরে এরকম mass-পরিবর্তন করুন। আর এই বিষয় আলোচনা করার সবচেয়ে ভালো জায়গা হল জ্যোতির্বিজ্ঞান পরিভাষা-র আলোচনা পাতা। যদি প্রফেসর জব্বারের বই থেকে আরও পরিভাষা পাওয়া যায়, সেখানে যোগ করুন। আর একই টার্মের একাধিক পরিভাষা থাকলে কোনটা ব্যবহার করব, কিংবা পরিভাষায় কোন major বদল করতে হবে কি না, এবং কেন করতে হবে - এগুলোও ওখানে আগে আলোচনা সেরে নিয়ে কেবল তার পরেই কোন বড় ধরনের পরিবর্তন করা উচিত। --অর্ণব (আলাপ | অবদান) ১৩:১১, ৮ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
আমিও অর্ণব ভাইয়ের সাথে একমত। কোন বিষদ পরিবর্তনের জন্য আমাদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত কাজ করা উচিত।--বেলায়েত ১৫:৩৩, ৮ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

নক্ষত্রমণ্ডল ও রাশি সম্পাদনা

আমার যতদুর মনে পড়ে নক্ষত্রমণ্ডল ও রাশির উপর আলাদা আলাদা নিবন্ধ ছিল, যেমনটি ইংরেজি উইকিপিডিয়াতে রয়েছে। এখন দেখছি এগুলো একীভূত করা হয়েছে। কি কারনে করা হয়েছে সেটা বুঝতে পারছি না।--রাজিবুল ১৯:৩৮, ১২ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

তারামণ্ডল শব্দটি বদলে নক্ষত্রপুঞ্জ করা হোক সম্পাদনা

"নক্ষত্রপুঞ্জ", "তারামণ্ডল", "তারকারাজি" সমার্থক শব্দ হলেও মূল শব্দটি নক্ষত্রপুঞ্জ। Constellation বুঝাতে "নক্ষত্রপুঞ্জ" শব্দটিই সাধারণত ব্যবহৃত হয়, "তারামণ্ডল" নয়। http://www.english-bangla.com/dictionary/constellations অনুযায়ী দুটি বঙ্গানুবাদ বৈধ:

  1. ঋক্ষ (যা প্রাচীন সংস্কৃত পরিভাষা)
  2. নক্ষত্রপুঞ্জ

- Ash wki (আলাপ) ১৯:৪১, ২৪ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Zaheen: --আফতাবুজ্জামান (আলাপ) ২২:১৪, ২৪ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Ash wki এবং আফতাবুজ্জামান: প্রিয় Ash wki, বিষয়টি উত্থাপনের জন্য ধন্যবাদ। আপনি ঠিকই ধরেছেন যে একাধিক সমার্থক শব্দ আছে। তবে আপনি উৎস হিসেবে যে ওয়েবসাইটটি উল্লেখ করেছেন, সেটি কোনও প্রমিত অভিধান নয় এবং বৈধ বঙ্গানুবাদের ব্যাপারে তারা কোনও কর্তৃত্বস্থানীয় সংস্থাও নয়। Constellations দিয়ে অনুসন্ধান দিলে (যেটা আপনি উপরে লিখেছেন) যে পাতাটি আসে, সেটি তাদের কিছু প্রস্তাব মাত্র। তবে একই ওয়েবসাইটে যদি আপনি "constellation" (একবচনে) দিয়ে খোঁজ করেন, তাহলে বাংলা একাডেমির ইংরেজি-বাংলা অভিধানের একটি স্ক্যান আসে, যেখানে একটিমাত্র অনুবাদ দেওয়া হয়েছে--"নক্ষত্রপুঞ্জ"। সুতরাং এইদিক থেকে দেখলে আপনার প্রস্তাব ঠিকই আছে, কিন্তু এখানে বৈধ-অবৈধের কোনও ব্যাপার নেই। নক্ষত্রমণ্ডল, তারামণ্ডল, নক্ষত্রপুঞ্জ, ইত্যাদির মধ্যে এদের কোন্‌টি মূল, কোন্‌টি গৌণ, সেটা নির্ণয় করা কঠিন, কেননা এগুলি বিভিন্ন নামেই বহু পাঠ্যপুস্তকে ও নির্ভরযোগ্য রেফারেন্সে এসেছে। যেমন "সংসদ বিজ্ঞান পরিভাষা" গ্রন্থে দেখছি Constellation-এর বাংলা দেওয়া আছে "তারামণ্ডল, নক্ষত্রপুঞ্জ"। আবার উপরের একটি আলোচনাতে বহু বছর আগে আমি নিজেই লিখেছিলাম যে বাংলাদেশের বাংলা একাডেমির জ্যোতির্বিজ্ঞান শব্দকোষে "নক্ষত্রস্তবক, নক্ষত্রমণ্ডলী, তারামণ্ডলী" - এই পরিভাষাগুলি প্রস্তাব করা হয়েছে। সুতরাং ব্যাপারটা এত পরিস্কার নয়। আমার ব্যক্তিগতভাবে "নক্ষত্রপুঞ্জ" লিখতে কোনও আপত্তি নেই। কিন্তু এর ফলে সামঞ্জস্যতা বিধান করার জন্য বাংলা উইকির বহুসংখ্যক পাতার শিরোনামে এবং ভিতরের বিষয়বস্তুতে পরিবর্তন আনতে হবে। যদি আমরা সিদ্ধান্ত নেই যে "নক্ষত্রমণ্ডল" লিখতে হবে, তাহলে এই পরিবর্তনগুলি সম্পাদন করার দায়িত্বও তাহলে আপনাকে নিতে হবে। এক পাতায় "তারামণ্ডল", আরেক পাতায় "নক্ষত্রপুঞ্জ" -- এভাবে রাখা যাবে না। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:০৯, ২৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"তারামণ্ডল" পাতায় ফেরত যান।