আলাপ:ঢাকা মহাধর্মপ্রদেশ

সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ১ বছর পূর্বে "নামকরণ" অনুচ্ছেদে

টেমপ্লেট সাহায্য সম্পাদনা

@আফতাবুজ্জামান: আফতাব ভাই en:Template:Catholic dioceses in Bangladesh বাংলায় তৈরি করে দিন। আর এই নিবন্ধের নামকরণে কোনো সমস্যা হবে কিনা বলবেন। -- আদিভাই (আলাপ) ০৯:০৫, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017: করেছি, {{বাংলাদেশের ক্যাথলিক ধর্মপ্রদেশ}}। আর নিবন্ধের নামে মহা শব্দটি ধর্মের আগে এনে অর্থাৎ মহাধর্মপ্রদেশ দেয়া উচিত। সরকারের এই বিজ্ঞপ্তিতে তাই দেখতে পেলাম। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫৫, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নামকরণ সম্পাদনা

Catholic Archdiocese সমূহের নাম বাংলায় কি মহাধর্মপ্রদেশ হবে নাকি ধর্মমহাপ্রদেশ হবে? নিবন্ধে দুটিই ব্যবহৃত হয়েছে, কিন্তু পূর্বের একটি আলোচনায় দেখলাম মহাধর্মপ্রদেশই অধিকতর গ্রহণীয়। তাহলে নিবন্ধটিকে কি সংশোধন করা যাবে? Ifteebd10 (আলাপ) ১৫:২৭, ২২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Ifteebd10, ধন্যবাদ এই বিষয়টিতে দৃষ্টি আকর্ষণের জন্য। রচনাশৈলী অনুসারে নিবন্ধে যেকোনো একটি নাম (শিরোনামে যেটি ব্যবহৃত, সেটি) ব্যবহার করা উচিত। বিকল্প নামটি কেবল শীর্ষ অনুচ্ছেদে থাকবে। সংশোধনে অগ্রসর হতে পারেন। — আদিভাইআলাপ১৯:৩২, ২২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"ঢাকা মহাধর্মপ্রদেশ" পাতায় ফেরত যান।