আলাপ:ডাইনীবিদ্যা

সাম্প্রতিক মন্তব্য: 128.12.147.175 কর্তৃক ১৭ বছর পূর্বে "শিরোনাম পরিবর্তন" অনুচ্ছেদে

This definition seems more like a sorcerer or wizerd.. But you are trying to define witchcraft or black magic which has a evil connotation.. --user:Dr.saptarshi--128.12.147.175 ২৩:৪৩, ২০ অক্টোবর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

Sorry, I take the blame for the botched translation. Please feel free to do a proper translation of the intro sentence from En wiki:
Witchcraft, in various historical, religious and mythical contexts, is the use of certain kinds of alleged supernatural or magical powers.
Thanks. --রাগিব (আলাপ | অবদান) ০২:১৯, ২১ অক্টোবর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম পরিবর্তন সম্পাদনা

শিরোনামটি ডাইনীবিদ্যা না হযে ডাকিনীবিদ্যা হওয়া উচিত। এই নামটিই বোধহয় ব্যবহৃত হয়। মুহাম্মদ ০৭:৪৭, ২১ অক্টোবর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

আমিও ডাকিনীবিদ্যা ই জানতাম। --Hasan.zamil ১১:০১, ২১ অক্টোবর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
ডাইনীবিদ্যা and ডাকিনীবিদ্যা সমার্থক শব্দ। আসলে ডাইনী শব্দটি ডাকিনী থেকে এসেছে। এই পরিপ্রেক্ষিতে "ডাক" এর অর্থ হতে পারে মন্ত্র উচ্চারণ, অথবা প্রলাপ যাকে মানুষের উপর কোন অশুভ শক্তর "ভর" বলে ব্যাখ্যা করার চেষ্টা হয়। ডানপিটে শব্দটির অর্থ সম্ভবতঃ "ডান বা ডাইনীকে পেটায় যে"।

শুরুর সংজ্ঞাটি ব্যাবহার করতে হলে ওঝা, গুণিন ইত্যাদিও ডাইনী হিসাবে পরিগণিত হত। তবে সেটা খুব একটা অসত্য হত না। "গুণ" করাও ডাইনী বিদ্যার আওতায় পড়ে। ঝাড়ফুক, তন্ত্রমন্ত্রের দৌরাত্ম বাংলার অনেক অঞ্চলেই রয়েছে। গ্রাম বাংলায় বিধবা মহলাদের সম্পত্তি আত্মস্যাৎ করার জন্যে তাদের ডাইনী আখ্যা দিয়ে পুড়িয়ে মারার ঘটনা এখন শোনা যায়। এবং পুরুষ শাসিত সমাজে ওঝারা ভুতে ধরা ও ডাইনী ইত্যাদিত চিকিৎসক হিসাবে নিজেদের দাবি করলেও তারাই আসলে যত নষ্টের গোড়া। user:Dr.saptarshi--128.12.147.175 ১৫:১৭, ২১ অক্টোবর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

"ডাইনীবিদ্যা" পাতায় ফেরত যান।