আলাপ:জ্ঞানপ্রকাশ ঘোষ

সাম্প্রতিক মন্তব্য: Prabaha Mitra কর্তৃক ২ বছর পূর্বে "হদিশ, সন্ধান" অনুচ্ছেদে

লেখা সম্পাদনা

@Marajozkee: নিবন্ধটি গ্রহণ করা হল। তবে দুটি অনুচ্ছেদ অনুবাদ করেননি। অনুরোধ থাকবে করে দিবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:০৬, ২৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

হদিশ, সন্ধান সম্পাদনা

প্রবন্ধটিতে সঙ্গীত জীবন অংশের শেষের দিকে লেখা ওনার বাড়িতে কি কি সঙ্গীত সৃষ্টি হয়েছে। সেই প্রসঙ্গে আমার সামান্য কিছু মন্তব্য। সঙ্গীতাচার্য পণ্ডিত রবিশঙ্করের লেখা 'রাগ অনুরাগ' বইতে উল্লেখ আছে যে - যাঁরা আসতেন তাঁদের সবাইকে নিয়ে একটি সঙ্গীত উৎসবের সৃষ্টি হয়েছিল। 'ঝঙ্কার'। আজ যেমন Dover lane music conference, ঠিক তেমন। তবে কোন পৃষ্ঠায় এর উল্লেখ আছে তা আমার এখন মনে পরছে না। তবে এটি সঠিক ভরসাযোগ্য তথ্য, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।

গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ লিখিত সাঙ্গীতিক আত্মজীবনী - "তেহজিব-এ-মৌসিকী"। এর তথ্যনির্ভর উল্লেখ যদি করা হয়। https://www.thehindu.com/arts/Art-of-reverence/article12543559.ece -কেবলমাত্র এই link-টিতে এর উল্লেখ পেলাম।

আর ইংরেজি উইকিপিডিয়া -তে গুরু জ্ঞান প্রকাশ ঘোষের কোন ছবি নেই কেন বুঝতে পারলাম না !! এ বিষয়ে শীঘ্রই কিছু করা দরকার।

সবশেষে মন্তব্য করতে চাই - সঠিক বানান প্রয়োগ করা হোক এবং সম্বোধনে সম্মানজ্ঞাপক অর্থে চন্দবিন্দুর যথাযথ প্রয়োগ করা হোক সর্বত্র। যেমন - যাঁরা, তাঁরা, তাঁদের, যাঁদের...... ইত্যাদি।

ধন্যবাদ। Prabaha Mitra (আলাপ) ০৭:৪০, ২০ অক্টোবর ২০২১ (ইউটিসি) শ্রী প্রবাহ মিত্রউত্তর দিন

"জ্ঞানপ্রকাশ ঘোষ" পাতায় ফেরত যান।