আলাপ:জেমস (সঙ্গীতজ্ঞ)

সাম্প্রতিক মন্তব্য: Joy কর্তৃক ১৪ বছর পূর্বে

এই পাতার ইং সংস্করণ মুছে ফেলা হ য়েছে। এই আপ্ত্তিগুলো যাতে বাংলা সংস্করণে না আসে তা দেখা দরকার। ইং সংস্করণ মুছে ফেলার কারণ ছিল- "Wikipedia:Articles for deletion/James (Faruk Mahfuz Anam) From Wikipedia, the free encyclopedia < Wikipedia:Articles for deletion Jump to: navigation, search The following discussion is an archived debate of the proposed deletion of the article below. Please do not modify it. Subsequent comments should be made on the appropriate discussion page (such as the article's talk page or in a deletion review). No further edits should be made to this page. The result was delete. MBisanz talk 03:23, 6 March 2009 (ইউটিসি)

[edit] James (Faruk Mahfuz Anam) James (Faruk Mahfuz Anam) (edit|talk|history|links|watch|logs) (delete) – (View log) Fails to meet WP:BAND. No independent reliable sources. Enigmamsg 05:04, 1 March 2009 (ইউটিসি)

Delete: insufficient independent 3rd party coverage WP:MUSICBIO. JamesBurns (talk) 06:52, 1 March 2009 (ইউটিসি) Delete - completely void of reliable, third-party sources. ╟─TreasuryTag►contribs─╢ 10:06, 1 March 2009 (ইউটিসি) Delete, fails notability per WP:MUSIC. Searching pulls up no reliable, third-party, sources. Esradekan Gibb "Talk" 13:04, 1 March 2009 (ইউটিসি) The above discussion is preserved as an archive of the debate. Please do not modify it. Subsequent comments should be made on the appropriate discussion page (such as the article's talk page or in a deletion review). No further edits should be made to this page. "

জেমস আমাদের কাছে পরিচিত হলেও Criteria for musicians and ensembles অনুসারে কোন বিচারধারায় উল্লেখযোগ্যতা প্রমানে ব্যর্থ হয়েছে। যেমন 3rd party coverage পাওয়া যায়নি। নিবন্ধটি যারা শুরু করেছেন তারা বিতর্কে অংশগ্রহনও করেনি মনে হয়। এখানেও ব্যপারটা তাই হয়ে রয়েছে কোনো তথ্যসূত্র নেই। --জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:৩০, ১৪ জুলাই ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
এখানে কিছু আছে [১], [২], । আরো খুঁজলেই পাওয়া যায়। প্রথম লিংক থেকে উদ্ধৃতি -
"Stylishly longhaired James--overwhelmingly known as the Nagar Baul (the City Bard), was the pioneer of psychedelic rock in our scene. Originally a lead singer and guitarist, he has always been respected for his solo projects. His prence in rock music has been prolonged; his influence on those of successive generations has been profound. Something fresh was there--the audience could feel it. He became affectionately called Guru by his innumerable fans. His tunes were bright and his singing a divergence from the archetypal tunes preferred by the commercial-type directors. His songs expressed love, rage, discontent, frustration and happiness. Although debuted around 1981, it was in ’94, with Jail thekey bolchi album and later two songs from the mixed album Shakti that depicted one of the most versatile vocalists of our generation--he started growing to be the second Guru, after Azam Khan, of today"

--রাগিব (আলাপ | অবদান) ২৩:৩৫, ১৪ জুলাই ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

আসলে আমি কালই কিছু লিঙ্ক পেয়েছি।[৩],[৪] তাতে মনে হয় ওখানে উল্লেখযোগ্যতা প্রমান করা যাবে। ইংরেজিতে নিবন্ধটাকে রেসকিউ করা দরকার। ইংরেজিতে প্রায়ই এই নিবন্ধগুলি কোনো ফ্যানরা অগোছালো ভাবে তৈরি করেন কিন্তু তারা কোনো ট্রাক রাখেন না বা উইকিপিডিয়াতেই থাকেন না ফলে বিতর্কের সময় পাওয়া যায় না। --জয়ন্ত (আলাপ | অবদান) ১২:৫৩, ১৫ জুলাই ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

"জেমস (সঙ্গীতজ্ঞ)" পাতায় ফেরত যান।