আলাপ:জায়েদ খান (বাংলাদেশী অভিনেতা)

(আলাপ:জায়েদ খান (অভিনেতা) থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: 42.0.4.253 কর্তৃক ৭ মাস আগে "বাংলাদেশী অভিনেতা জায়েদ খান" অনুচ্ছেদে

সম্পাদনার অনুরোধ, ২ ফেব্রুয়ারি ২০২২ সম্পাদনা

প্রথম আলোর যে লিংকটি অকার্যকর দেখানো হয়েছে মূলত সেই সংবাদটির নতুন লিংক আমি পেয়েছি। পাশাপাশি তার মা যে রত্নগর্ভা পুরস্কার পেয়েছেন তার বিস্তারিত উল্লেখ করলে পাঠকের জন্য সুবিধে হতো।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

জায়েদ খান এসএসসি পাস করে ১৯৯৫ সালে ঢাকায় এসে ঢাকা সিটি কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি ইতিহাসে এমএ সম্পন্ন করেন। তার তিন ভাইবোন, যারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। ২০১২ সালে আজাদ প্রোডাক্টস আয়োজিত অনুষ্ঠানে ‘রত্নগর্ভা’ সম্মাননা পান জায়েদ খানের মা সাহিদা হক।[১] 2607:6B80:3:9000:0:0:0:8E24 (আলাপ) ১৭:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র:

  1. "জায়েদ খানের স্বপ্নপূরণ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৭ 
ঠিক করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশী অভিনেতা জায়েদ খান সম্পাদনা

আপনারা উনার নতুন চলচ্চিত্রের নাম যদি যুক্ত করতেন, তাহলে খুব ভালো হতো।


42.0.4.253 (আলাপ) ০০:২৪, ১৬ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ১৬ সেপ্টেম্বর ২০২৩ সম্পাদনা

বাংলাদেশের একজন চাপাবাজ অভিনেতা। হিরো আলম, অনন্ত জলিল আর জায়েদ খান একই স্তরের শিল্পী। চলচ্চিত্রের চেয়ে যাত্রাপালায় উনি বিশেষ পারদর্শী। উনার কোন সিনেমা আজ পর্যন্ত হিট করেনি। তবুও তিনি নিজেকে টম ক্রুজের সঙ্গে তুলনা করেন।

"জায়েদ খান (বাংলাদেশী অভিনেতা)" পাতায় ফেরত যান।