আলাপ:জরাথুস্ট্রবাদ

সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ৪ বছর পূর্বে "শিরোনাম কী হওয়া উচিত: জরাথুস্ট্রবাদ না পারসি ধর্ম?" অনুচ্ছেদে

শিরোনাম কী হওয়া উচিত: জরাথুস্ট্রবাদ না পারসি ধর্ম? সম্পাদনা

জরাথুস্ট্রবাদ ভারতে "পারসি ধর্ম" নামে পরিচিত। কলকাতায় এই ধর্মাবলম্বীদেরও পারসি বলা হয়। উইকিপিডিয়ার নীতি অনুযায়ী, প্রচলিত নামটিই শিরোনামে প্রাধান্য পায়। তাহলে কী এই নিবন্ধটির শিরোনামও "পারসি ধর্ম" হওয়া উচিত। সেই সঙ্গে আরও একটি প্রশ্ন। এই ধর্মের প্রধান ব্যক্তিত্বকে নিয়ে বাংলা উইকিপিডিয়ায় যে নিবন্ধটি আছে তার শিরোনাম জরথুস্ত্র - জরাথুস্ট্র নয়। তাহলে এই নিবন্ধেও ধর্মটিকে জরথুস্ত্রবাদ বলে উল্লেখ করা উচিত কিনা? --অর্ণব দত্ত (আলাপ) ২০:০৭, ৩ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"জরাথুস্ট্রবাদ" পাতায় ফেরত যান।