জবাই গ্রহণযোগ্য ও প্রমিত বানান সম্পাদনা

জবাই ব্যবহৃত হওয়া উচিত। জবাই ইতিমধ্যে ব্যপকভাবে প্রচলিত একটি বাংলা শব্দ। জবেহ অপ্রচলিত। বাংলা একাডেমি কিংবা বাংলা আকাদেমির বানানরীতি অনুযায়ীও জবাই বিধেয়। বাংলাদেশের প্রথম আলো ও পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা উভয়েই জবাই ব্যবহার করে। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে জবাই প্রমিত হিসাবে অন্তর্ভুক্ত।

তাই জবাই ব্যবহারের প্রস্তাব করছি এবং এই পাতাটি জবাইতে স্থানান্তর করছি।

"জবাই" পাতায় ফেরত যান।