আলাপ:চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ১ বছর পূর্বে "বানান" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

বানান সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।




@MS Sakib, ইন্টারনেটে সরকারি যতকিছু দেখলাম, সব জায়গায় চীফ বানান ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় যতদিন সরকারিভাবে এই পদগুলোর বানান না পাল্টাচ্ছে, আমাদের চীফ বানানে ফেরত যাওয়া উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:১১, ১৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: তাহলে বাংলা নাম ব্যবহার করা হোক! ≈ MS Sakib  «আলাপ» ১৪:২৪, ১৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমিও বাংলা নাম প্রস্তাব করার কথা ভাবছিলাম। এর আগে বাংলা নামে আদালাতের নিবন্ধ আমিও তৈরি করেছি। কিন্তু এইমাত্র এই লেখাটা পেলাম। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:২৯, ১৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
চিফ বানান যে একেবারেই ব্যবহৃত হয় না, তা না। এগুলো দেখুন:[১][২]
@MS Sakib, Yahya, এবং আফতাবুজ্জামান: বাংলাদেশে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নামটিই বেশি ব্যবহৃত হচ্ছে। এমনকি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতগুলোর সাইনবোর্ডেও এটির ব্যবহার বেশি। সাইনবোর্ড দ্রষ্টব্য যেমন: ,, , গুগল ছবি অনুসন্ধানে আরও পাবেন। তাই আমার মতে আগের নামটিই বহাল থাকুক। @ছাকিব, উল্লেখ্য তোমার দেওয়া লিংক দুটিতে ছবি খেয়াল করো, সেখানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লেখা। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:২১, ১৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon, Yahya, আফতাবুজ্জামান: বাংলাদেশের সরকারি দপ্তরগুলোর বানান-জ্ঞান কেমন, সেটা আশাকরি সবাই জানেন। ভুল বানানে পূর্ণ বিভিন্ন সরকারি নথি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের হাসির খোরাক যোগায়। আর, সাইনবোর্ড প্রসঙ্গে কী আর বলব! কিছুদিন আগে বিজয় সরণির বেশকিছু দোকানের ছবি দেখেছিলাম, বিভিন্ন সাইনবোর্ডে সরণি বানানের রীতিমতো ১০-১২টা প্রকরণ দেখতে হলো!
দেশের অনেকক্ষেত্রেই বহুবছরের পুরোনো বানান এখনও ব্যবহার হতে দেখা যায়। এ নিয়ে পত্র-পত্রিকায় প্রায়ই সমালোচনা হয়। তবে, আমরা কেন সঠিক বানান ব্যবহার করব না? চীফ বানান ব্যবহারের কি কোনও আইনগত বাধ্য-বাধকতা আছে?
যদি থাকে, তাহলে একটা মজার তথ্য দিই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল নামে কোনও পদের অস্তিত্ব নেই! কারণ, সংবিধানে এই পদের বানান অ্যাটর্ণি-জেনারেল! তারপরেও কিন্তু আমরা অ্যাটর্নি ব্যবহার করছি। তাহলে এখানে কেন "চিফ" ব্যবহার করব না? ≈ MS Sakib  «আলাপ» ২৩:০৬, ১৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib: আইনসিদ্ধ ও সরকারি স্বীকৃতপ্রাপ্ত বানান পরিবর্তনের পক্ষে নই। বর্তমানে এইরূপ বানানরীতি প্রচলিত না হলেও একসময় প্রচলিত ছিল। এখানে সরকারি কর্মকর্তার বানানজ্ঞান কীরকম, তা বিবেচ্য হওয়া উচিত নয়। নিবন্ধের নামের বানান বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী হওয়া উচিত, এক্ষেত্রে মৌলিক গবেষণার সুযোগ নেই। সংবাদপত্র ও মূলধারার গণমাধ্যমে কোনো নাম প্রচলিত হলে সেটি ভিন্ন বিষয়। কাজেই আমার মতে এটি পূর্বনামে বহাল করা উচিত এবং এ ধরনের সিদ্ধান্তের আগে আলোচনা করে নেওয়া উচিত। — আদিভাইআলাপ০৬:৩২, ১৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
পুনশ্চঃ অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে সংবিধান একরকম বানান ব্যবহার করলেও, সরকারিভাবে বর্তমানে প্রচলিত বানান ব্যবহার করা হয়। আদিভাইআলাপ০৬:৩২, ১৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib: উইকিপিডিয়া বানান শুদ্ধিকরণের কোনো একাডেমি/জায়গা নয়। নিবন্ধের শিরোনামগুলো বহুল প্রচলিত, পরিচিত ও প্রতিষ্ঠান কর্তৃক যেসব বানান ব্যবহার হয় আমাদেরও সেটিই ব্যবহার করা উচিত। বাংলাদেশের সরকারি দপ্তরের বানানের জ্ঞান কেমন সেটা মূখ্য বিষয় নয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সংক্রান্ত সব আদালতের সাইনবোর্ডের বানানে যেটা ব্যবহার করতেছে সেটাকে কি ভুল বলা উচিত? নিশ্চয় নয়। ভাষা ধর্মই প্রতিনিয়ত পরিবর্তন হওয়া, সময়ের পরিক্রমায় বিভিন্ন বানান ও শব্দে পরিবর্তন আসবে এটা স্বাভাবিক তাই বলে আগেরগুলোকে ভুল বলা মোটেও উচিত না৷ যেহেতু, এখন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বানানের নামটিই ব্যবহার হচ্ছে তাই এটিই বহাল থাকুক। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:৫৯, ১৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 আপনি বলেছেন, "সংবাদপত্র ও মূলধারার গণমাধ্যমে কোনো নাম প্রচলিত হলে সেটি ভিন্ন বিষয়।" দেখুন, প্রথম আলোতে[৩][৪][৫][৬][৭][৮] যুগান্তরে[৯][১০] কালের কণ্ঠে[১১][১২][১৩] ইত্তেফাকে[১৪][১৫][১৬][১৭] চিফ বানান ব্যবহৃত হচ্ছে। ≈ MS Sakib  «আলাপ» ১৩:০৯, ১৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র:

  1. "কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জনের চাকরি"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮ 
  2. "কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ"banglanews24.com। ২০১৯-০২-১৪। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮ 
  3. "সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাকরির সুযোগ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  4. "নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে চাকরি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  5. "শরীয়তপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  6. "টাঙ্গাইলে তিন বিচারকের বাসার মালামাল তছনছ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  7. "মামলা নিষ্পত্তিতে রেকর্ড"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  8. "বিচারিক অনুসন্ধানের জন্য আরও সময় পেলেন ম্যাজিস্ট্রেট"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  9. "চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিয়োগ"Jugantor। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  10. "সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ বাতিলের দাবি"Jugantor। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  11. "সব জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন হচ্ছে | কালের কণ্ঠ"কালের কণ্ঠ। ২০১৭-০৭-০৬। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  12. "চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত | কালের কণ্ঠ"কালের কণ্ঠ। ২০১৭-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  13. "চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর কার্যালয় | কালের কণ্ঠ"কালের কণ্ঠ। ২০১৭-১০-১৯। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  14. "সহযোগিতা চাইলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  15. "জয়পুরহাটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চার কর্মচারী জেলহাজতে"দৈনিক ইত্তেফাক। ২০২১-১০-২৮। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  16. "জজের স্বাক্ষর জাল করে কোটি টাকা আত্মসাৎ"দৈনিক ইত্তেফাক। ২০২১-০৬-০১। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
  17. "হবিগঞ্জ বিচার বিভাগ ও প্রশাসনে ১৬ জন করোনা আক্রান্ত"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৯ 
@MS Sakib: মূলধারার গণমাধ্যমে কোনো বানান ব্যবহৃত হলেও সেটি আইনস্বীকৃত বা সরকার-স্বীকৃত হবে না। আমি ভিন্ন কথা বলতে এটিই বুঝিয়েছি। বাংলাদেশের আইনের ক্ষেত্রে বাংলা সংস্করণই সর্বশেষ কথা। এক্ষেত্রে কোনো পরিবর্তন আনা (সামান্য বানানের ক্ষেত্রেও) উচিত হবে না। মূলধারার গণমাধ্যমে অন্য কোনো সংস্করণ প্রচলিত থাকলে (সাম্প্রতিক রীতির বানান কিংবা অনূদিত সংস্করণ) সেটি নিবন্ধের শীর্ষে রাখা যায়। — আদিভাইআলাপ১৩:৪৮, ১৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট" পাতায় ফেরত যান।