আলাপ:কুমিল্লার রসমালাই

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "অপসারণের আপত্তি" অনুচ্ছেদে

অপসারণের আপত্তি সম্পাদনা

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ... (এখানে আপনার কারণ লিখুন) --Nazrul Islam Nahid Majumder (আলাপ) ১৫:২২, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

যে উপাদান কপিরাইট লঙ্ঘন করবে তা অপসারণ করা হবে। বিশ্বকোষীয় উপাদান অবশ্যই যাচাইযোগ্য হতে হবে। সংরক্ষণের দ্বারা, আপনি এই বিষয়ে একমত হচ্ছেন যে, আপনার অবদান, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-আলাইক লাইসেন্স ৩.০ এবং গনু ফ্রি ডকুমেন্টেশন লাইসেন্স (জিএফডিএল)-এর আওতাভুক্ত। এছাড়া আপনি আরও একমত হচ্ছেন যে, আপনার অবদান অন্যান্য ব্যবহারকারীদের দ্বারাও সম্পাদিত হতে পারে, এবং সেটা খুব কম থেকে খুব বেশি যেমন, হাইপারলিঙ্ক বা আপনার অবদানকৃত পৃষ্ঠার নাম (ইউআরএল) পর্যন্ত হতে পারে। এটি সরানোর কোন‌ কারণ নেই। কারণ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয় এরকম তথ্য কোথাও থেকে কপি করে দিলে কপিরাইট লঙ্ঘন হয়না!!!

অপসারণের আপত্তি সম্পাদনা

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ... (এখানে আপনার কারণ লিখুন) --Nazrul Islam Nahid Majumder (আলাপ) ১৫:৩৩, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভাই, রসমালাই সমগ্র পৃথিবীতে এরাই শুরু করেছে, এদের প্রাচীন দোকান এখনো আছে। বাংলাদেশের গর্ব‌ । আপনি তো মশাই, কেএফসির,এ্যাপল,মার্সেডিজের উইকিপিডিয়া আর্টিকেল দেখে বলবেন এটি কোম্পানির প্রচার !! কি বোকার মত কাজ!

@Nazrul Islam Nahid Majumder: "কুমিল্লার রসমালাই" নিয়ে নিবন্ধ লিখতে আপনাকে বাধা দেয়া হচ্ছে না। তবে আপনার এই লেখাটি প্রথম আলো থেকে হুবহু তুলে দেয়া যা কপিরাইট লঙ্ঘন। প্রথম আলোর সব লেখা কপিরাইটযুক্ত, প্রথম আলোর লেখা উইকিতে দিতে হবে প্রথমে আপনাকে তাঁদের অনুমতি নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না নিচ্ছেন, আপনি ঐ লেখা উইকিতে দিতে পারবে না, দিলে কপিরাইট লঙ্ঘন হবে। আশা করি আমি কপিরাইটের বিষয় বুঝাতে পেরেছি।
মনে রাখুন, গর্ব করা মানে নিয়ম লঙ্ঘন নয়। আপনাকে আমি অনুরোধ করব, নিজ থেকে লিখুন, প্রথম আলো থেকে তথ্য নিয়ে নিজ ভাষায় লিখুন। তারপর সাহায্য লাগলে সাহায্য করতে চেষ্টা করব। আপনি যদি চেষ্টাই না করেন ও অন্যদিকে উইকির নিয়ম ভঙ্গ করেন, তবে আপনাকে কিভাবে সাহায্য করব বলুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৬, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"কুমিল্লার রসমালাই" পাতায় ফেরত যান।