আলাপ:কলকাতা উচ্চ আদালত

সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ৫ বছর পূর্বে "উইকিপিডিয়ার নীতিসম্মত শিরোনাম প্রসঙ্গে" অনুচ্ছেদে

উইকিপিডিয়ার নীতিসম্মত শিরোনাম প্রসঙ্গে সম্পাদনা

উইকিপিডিয়ার নীতি অনুযায়ী, আমি যতদূর জানি, নিবন্ধের নাম সাধারণভাবে প্রচলিত নাম অনুসারে হয়ে থাকে। কলকাতা উচ্চ আদালত সংবাদমাধ্যম ও লোকমুখে সাধারণত "কলকাতা হাইকোর্ট" নামে পরিচিত। তাছাড়া ভারতে বিচারবিভাগের ভাষাও ইংরেজি। তাই আমার মনে হয় পৃষ্ঠাটি "কলকাতা হাইকোর্ট" শিরোনামে স্থানান্তরিত করাই যুক্তিসঙ্গত। এই ব্যাপারে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। --Jonoikobangali (আলাপ) ১৭:৪২, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়াতে সরকারি প্রতিষ্ঠান বা অন্য যেকোন সংস্থার নামকরণের জন্য আমি সব সময়ই দেখে এসেছি তাদের ওয়েবসাইটে যে নাম দেয়া সেই নাম ব্যবহার করতে। অন্তত বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের নামকরণ সেভাবেই আমরা সাধারণত করি। সে হিসেবে [কলকাতা উচ্চ আদালত] তাদের সরকারি ওয়েবসাইটেই লেখা। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৩, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"কলকাতা উচ্চ আদালত" পাতায় ফেরত যান।