আলাপ:একুশে পদক

সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৭ বছর পূর্বে "ফটোতে একুশে পদকের বিকৃত রঙ" অনুচ্ছেদে

1984 সম্পাদনা

বাংলাপিডিয়া বলছে ১৯৮৪ সালে হাসান হাফিজুর রহমানকরে মরনোত্তর একুশে পদক দেয়া হয় । এখানের লিস্টে আমি সেটা দেখলাম না । কেউ কি জানাবেন নিশ্চিত হয়ে ? হাসিব ২১:৩৯, ১১ জুলাই ২০০৭ (ইউটিসি) হাসিবউত্তর দিন

লিস্টে যোগ করে দিন। --রাগিব (আলাপ | অবদান) ২১:৪৯, ১১ জুলাই ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

২০০০ সম্পাদনা

২০০০ সালের একুশে পদক ভাষা আন্দোলনের কোন কোন শহীদকে দেয়া হয়েছিল? সবাইকে? বাংলাপিডিয়াতে বিভ্রান্তিকর তথ্য আছে, এক জায়গায় বলা হয়েছে ৪ জনকে (সালাম, বরকত, রফিক, জব্বার), আরেক জায়গায় সফিউরের জীবনীতে তিনিও পেয়েছেন বলা হয়েছে। কেউ কি একটু ঠিক করে যাচাই করে দেখবেন? --রাগিব (আলাপ | অবদান) ১৯:২৫, ১৩ অক্টোবর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

ফটোতে একুশে পদকের বিকৃত রঙ সম্পাদনা

তথ্য ছকে একুশে পদকের রঙ মেটে দেখাচ্ছে। এটি সোনার পদক। মেটে দেখাবে কেন? কাজী নজরুলকে প্রদত্ব একুশে পদকের ফটো সংযোজন করা হয়েছে। তা দেখুন। সম্পাদনার (ফটো এডিটিং) মাধ্যমে রঙ সংশোধন করা সম্ভব না-হলে তথ্যছকের এই ফটো অপসারণ করা উচিৎ। -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৫৪, ১৫ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Aftabuzzaman: একটা এসভিজি চিত্র বানিয়ে আপলোড করিও। এটার কপিরাইট স্ট্যাটাস সম্পর্কে আমি নিশ্চিত নই, তোমাকে জানাবো। যদি কপিরাইটেড থাকে তাহলে নজরুলের পদকটিও স্থানীয়ভাবে স্থানান্তর করতে হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৪, ১৫ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধের ছবি ইন্সকেপে দিলে svg ভালো আসবে না। কাজী নজরুলকে দেয়া পদকটি কেটে তথ্যছকে দেয়া যেতে পারে। --আফতাব (আলাপ) ১৮:৫২, ১৫ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"একুশে পদক" পাতায় ফেরত যান।