আলাপ:উরাল পর্বতমালা

সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ১ বছর পূর্বে "স্থানান্তর করুন" অনুচ্ছেদে

স্থানান্তর করুন সম্পাদনা

@Al Riaz Uddin Ripon, @Yahya ভাই, এই পাতাটিকে উরাল পর্বতমালা নামে স্থানান্তর করে দিন, নতুন পাতাটি মুছে। ভুলে তৈরি করে ফেলেছি। — আদিভাইআলাপ১৪:৪২, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

করেছি আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৫২, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon, ভাই, আপনি ভুল বুঝেছেন। নিবন্ধটির প্রকৃত নাম হবে “ইউরাল পর্বতমালা”। অদল-বদল টুলের ত্রুটির কারণে ঠিকভাবে স্থানান্তর করতে পারিনি। পুনরায় ঠিক করে দেওয়ার অনুরোধ রইলো। :) — আদিভাইআলাপ২০:২৬, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017, ছোটকালে কোনও এক শ্রেণিতে "উরাল পর্বত" পড়েছিলাম বলে মনে আসছে। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২১, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাইয়া, আমি এই ইউরাল পর্বত নিয়ে এর আগেও একবার আলোচনা শুরু করতে চেয়েছিলাম, বিশেষ করে উইকিপিডিয়া এশীয় মাস ২০২০-এ “উইকিউরাল” নামে একটি উপ-প্রতিযোগিতা ছিল। আমি এত আত্মবিশ্বাসের সাথে বলতে পারছি, কারণ আমার কাছে ২০১৩-এর পূর্বের শিক্ষাক্রমের ভূগোল বই ছিল, যেখানে ইউরোপ অধ্যায়ে ইউরাল পর্বতমালার কথা উল্লেখ ছিল। বইটি এখন আমার কাছে নেই। ২০১৩-এ প্রণীত নতুন সিলেবাসের বইগুলোর পিডিএফ দেখেছি, কিন্তু ইউরাল শব্দটি আমি খুঁজে পাইনি। (কোথাও থেকে থাকতে পারে, পুরোটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার সুযোগ হয়নি।) পাশাপাশি ইংরেজি নিবন্ধের উচ্চারণ পরীক্ষা করে দেখতে পারেন, সেখানে উচ্চারণ /ˈjʊərəl/ দেওয়া আছে। নিঃসন্দেহে ইউরাল হবে। — আদিভাইআলাপ০৯:৩৮, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017, কোন শ্রেণিতে পড়েছি আমার মনে নেই (৫ম-৮ম এর মধ্যে হবে), তবে অধ্যায়টি পর্বতমালা/পৃথিবীর ভূ-গঠন এমন কিছুর উপর ছিল। আমি গতকাল রাতে এক ঘণ্টা ধরে খুঁজলাম, ২০২১ সালের পাঠ্যপুস্তক পেলাম কিন্তু তাতে বইয়ের নকশা থেকে শুরু করে সবকিছুতে আমূল পরিবর্তন দেখলাম, পর্বতমালা নিয়ে কিছু অবশ্য দেখলাম না। ইংরেজি উইকিতে আমি উচ্চারণ দেখেছি কিন্তু /ˈjʊərəl/ তো মনে হচ্ছে ইংরেজি আধ্বব অনুসারে উচ্চারণ, মূল রুশ অনুসারে না। যাইহোক, কোন ভাষা অনুসারে ওখানে উচ্চারণ দেওয়া ওটা বড় না। বড় বিষয় হল বাংলা কীভাবে উচ্চারিত/লিখিত হয়েছে। আমি আমার ছোটবেলায় কী উচ্চারণ/লেখা পড়েছি তাই বললাম শুধু (বর্তমানে পরিবর্তন করেছে কিনা জানি না, বাংলাদেশে কবে যে দুইদিন পর পর বানান পরিবর্তনের অভ্যাস দূর হবে!)। তবে গুগলে দেখলাম সংবাদপত্রে উরাল শব্দটি সর্বাধিক ব্যবহৃত হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৪, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাইয়া, ধন্যবাদ। পুরনো বইয়ের পিডিএফের খোঁজে আমিও বেশ খানিকটা সময় অনলাইনে আমিও কাটিয়েছিলাম; কিন্তু ফলাফল ছিল একই। :) যাই হোক, মাধ্যমিকের পাশাপাশি উচ্চমাধ্যমিকের নতুন বইগুলোতেও খোঁজ নিলাম, সেগুলোতেও ইউরাল/উরাল পর্বতমালার কোনো উল্লেখই নেই। কাজেই পুরনো ভূগোল বইটিই একমাত্র ভরসা ছিল, সেটি এখন আমার কাছে নেই, কিছুদিন পর ছুটিতে বাসায় গেলে চেক করে জানাতে পারব। বাকি যেসব তথ্যপ্রমাণ আপনি উপস্থাপন করেছেন, তাতে মতামত উরালের পক্ষেই যাচ্ছে। (যদিও প্রথম আলো, ইত্তেফাক, আনন্দবাজার তাদের কয়েকটি প্রতিবেদনে ইউরালও উল্লেখ করেছে।) তাই নিবন্ধগুলো আপাতত উরালই থাক। পরবর্তীতে বইটি হাতে পেলে আবার আলোচনা করা যাবে। তবে নিবন্ধশীর্ষে বিকল্প বানান হিসেবে ইউরাল ব্যবহার করার প্রস্তাব থাকছে। আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা। — আদিভাইআলাপ০০:২০, ১৬ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"উরাল পর্বতমালা" পাতায় ফেরত যান।