উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 


সাময়িক সঞ্চয় সম্পাদনা

অননত্মের অন্ধকারে | আল মুজাহিদী

[৬ মার্চ ২০১৩, নিখোঁজ ত্বকীর জন্য এলিজি]

ত্বকী, তুই এখন কোথায়? আমি আর তোর বাবা অপেক্ষা করছি স্বর্গের খিড়কি দুয়ার খুলে নেমে আয় বাবা! আমি আর তোর বাবা অপেক্ষা করছি সাকী, মৃত্তিকা, অর্ণব, তোর কাকুমণি আমরা সবাই অপেক্ষা করছি৷ কোর্ট বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি নিখিল ক্রন্দসীও নেমে এসেছে এখানে৷

যুদ্ধের সেই আগুনে ঝলসে গিয়েছিল মাতৃগহ্বর, বাংলার মৃত্তিকার সারা শরীরে ছিল ক্ষতচিহ্ন৷ আর কতোবার দেখব যুদ্ধের আগুন?

ত্বকী, এখন তো কোনো যুদ্ধ ছিল না, হিংসা ছিল না৷ কোন প্রতিহিংসা, জিঘাংসার খড়গ তাড়া করল তোকে৷ তোকে টেনে নিয়ে গেল অচেনা, অদেখা নিরম্নদ্দেশের গহ্বরে কী আশ্চর্য!

আমরা সূর্যকে প্রত্যাশা করি এবং সূর্যও প্রত্যাশা করে আমাদের৷ আমরা প্রদক্ষিণ করি সূর্যকে এবং সূর্যও প্রদক্ষিণ করে আমাদের৷

ত্বকী, তোকেও সূর্য প্রত্যাশা করেছিল৷ পৃথিবীতে এতো বীভত্‍সতা, এতো বিভীষিকার মধ্যেও সূর্য নেমে এসেছিল শীতলক্ষ্যা নদীতীরে ফাল্গুনের যোদ্ধাদের রক্তস্রোতে কী ভীষণ দগদগে সেই মার্চ! পৃথিবীর শোকার্ত পাঁজর৷

ত্বকী, তুই এখন কোথায়? আমি আর তোর বাবা অপেক্ষা করছি স্বর্গের খিড়কি দুয়ার খুলে নেমে আয় বাবা! সাকী, মৃত্তিকা, অর্ণব আর তোর কাকুমণি আমরা অপেক্ষা করছি

ত্বকী, তুই এখন কোথায়? অননত্মের অন্ধকারে কিংবা আমাদের উঠোনের ধূসর আড়ালে৷

"আল মুজাহিদী" পাতায় ফেরত যান।