আলাপ:আলিমুদ্দিন (ক্রিকেটার)

সাম্প্রতিক মন্তব্য: Sharif uddin কর্তৃক ৮ বছর পূর্বে "Untitled" অনুচ্ছেদে

Untitled

নিবন্ধটি একজন নতুন ব্যবহারকারী শুরু করেছিলেন কিন্তু তিনি তথ্যগুলো মুছে দেন। সেক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তিকেই নিবন্ধ সৃষ্টিকর্তা হিসেবে ধরে নিচ্ছি। কিন্তু আমার সন্দেহ হলো, Hasanrakib40 ব্যবহারকারীও কোন না কোন ভাবে Sharif uddin-এর সাথে যুক্ত। কারণ নিবন্ধ মুছে দেওয়া ও শুরু করা প্রায় একই সময়ে এবং দেখে এরকম মনে হচ্ছে ভুলে অন্য একাউন্ট থেকে তৈরি করে ফেলেছিলেন। @Sharif uddin: ব্যাখ্যা করুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০০, ২৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

না ভাই, ওইটা আলাদা একটা একাউন্ট। আমার সাথে ওই একাউন্টের কোন সম্পর্ক নাই। ব্যপারটা পুরোটাই কাকতালীয়। আমি সাধারণত নিবন্ধ শুরু করার ক্ষেত্রে ইংরেজি নিবন্ধ কপি পেস্ত করে কাজ চলছে ট্যাগ লাগিয়ে সেভ করি এরপর অবসর সময়ে একটু একটু করে কাজ করি। এক্ষেত্রে তাই করেছিলাম। কিন্তু সাম্প্রতিক পরিবর্তনে গিয়ে দেখলাম এই অবস্থা। আমি উনার অনূদিত অংশটুকু কপি পেস্ট করে লাগিয়ে দিয়েছি। আপনি নিবন্ধ সৃষ্টিকারী হিসেবে উনাকেই ধরেন, তবে আমার অনুরোধ নিবন্ধটা যাতে ভালো নিবন্ধ হিসেবে যুক্ত হয়। যদি উইকি ১৫ টে না হয় তবে অন্তত উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ বিভাগের অধীনে হলেও যাতে হয়। শরীফ (আলাপ) ১৯:৩৪, ২৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

"আলিমুদ্দিন (ক্রিকেটার)" পাতায় ফেরত যান।