আলাপ:আর্সেনাল ফুটবল ক্লাব
সাম্প্রতিক মন্তব্য: Nokib Sarkar কর্তৃক ৪ বছর পূর্বে "ভালো নিবন্ধ থেকে অপসারণের ব্যাপারে" অনুচ্ছেদে
এই পাতাটি আর্সেনাল ফুটবল ক্লাব নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
আর্সেনাল ফুটবল ক্লাব ক্রীড়া এবং বিনোদনবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন। | ||||
|
ভালো নিবন্ধ থেকে অপসারণের ব্যাপারে
সম্পাদনাএই নিবন্ধে অধিকাংশ তথ্যই অনেক পুরাতন এবং তা যথাযথভাবে হালনাগাদ করা না যা কোনভাবেই একটি ভালো নিবন্ধের বৈশিষ্ঠ্য নয়। তাই পুনরায় এর মানউন্নয়ন না হওয়া পর্যন্ত এই নিবন্ধটিকে ভালো নিবন্ধের তালিকা থেকে অপসারণের প্রস্তাব করছি। রন্টি পোদ্দার (আলাপ) ০৮:০০, ৯ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)
- প্রিয় রন্টি পোদ্দার, আপনার প্রস্তাবনার জন্য ধন্যবাদ। আমি এই ব্যাপারে WAKIM ভাইকে আনুষ্ঠানিকতা সম্পর্কে আলোচনা করার অনুরোধ করবো। ধন্যবাদ - নকীব সরকার বলুন... ০৯:৫০, ২৮ মে ২০২০ (ইউটিসি)
- নিবন্ধটি হালনাগাদকৃত নয়, যা ভালো নিবন্ধের প্রধানতম মানদণ্ড পূরণে অন্তরায়। নিবন্ধটির বড় অংশের অবদানকারীরা এখন অবসরপ্রাপ্ত ও অনিয়মিত। এমনকি অপসারণের প্রস্তাবকও অনিয়মিত। এক্ষেত্রে সম্পর্কিত বিষয়ে আগ্রহী সম্পাদকদের নিবন্ধটি হালনাগাদ আহ্বান করা যায়। ফুটবল বিষয়ক নিবন্ধ সম্পাদনায় বর্তমানে সক্রিয় Waraka Saki, Imtiaz ahmed rifat ও অন্যান্য যারা আগ্রহী তাদের আহ্বান জানাচ্ছি এই নিবন্ধটি হালনাগাদে অবদান রাখার জন্য। আমিও প্রয়োজনমত অবদান রাখার চেষ্টা করব। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ২০:২০, ২৮ মে ২০২০ (ইউটিসি)
- ৬ বছর আগে এই প্রস্তাবনা রেখেছিলাম। এর পরে উইকিপিডিয়ায় অনেকটাই অনিয়মিত হয়ে পরেছি। সময় থাকলে হয়তবা নিজেই খানিক মানোন্নয়ন করতাম। রন্টি পোদ্দার (আলাপ)
- রন্টি পোদ্দার আপনি ফিরে এসেছেন এতেই আমরা খুশি!!!-নকীব সরকার বলুন... ১৫:১৬, ২৯ মে ২০২০ (ইউটিসি)
- @WAKIM: হালনাগাদ করে দিয়েছি। – Waraka Saki (আলাপ) ০৫:৩৬, ৩০ মে ২০২০ (ইউটিসি)
- @Waraka Saki: অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু ফুটবল সম্পর্কিত নিবন্ধ তৈরি ও সম্পাদনা করে থাকেন, তাই ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ ঘটনাবলি তথা চ্যাম্পিয়নস লীগ, ইউরোপা লীগ, প্রিমিয়ার লীগ ইত্যাদির পর ক্লাবের নিবন্ধগুলো হালনাগাদ করার জন্য আপনার কাছে অনুরোধ রইল।--ওয়াকিম (আলাপ) ০৬:৫০, ৩০ মে ২০২০ (ইউটিসি)
- @WAKIM: আমি যথাসাধ্য চেষ্টা করব। – Waraka Saki (আলাপ) ০৭:০১, ৩০ মে ২০২০ (ইউটিসি)
- আমি ওয়াকিম কিংবা Waraka Saki ভাইকে অনুরোধ করবো অনুগ্রহপূর্বক আপনারা একজন পর্যালোচনা পাতাটি তৈরি করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পাদনপূর্বক উপরোক্ত মন্তব্যসমূহ সেখানে স্থানান্তর করুন। এবার নিবন্ধটির বর্তমান অবস্থা সম্পর্কে একটু যাচাই করে এই আলাপ পাতায় {{GA}} কিংবা {{delistedGA}} যুক্ত করুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৭:০৫, ৩০ মে ২০২০ (ইউটিসি)
- @Nokib Sarkar: যেহেতু Waraka Saki ও আমি নিবন্ধটির সম্পাদনায় কাজ করেছি, ফলে আমাদের পর্যালোচনা পক্ষপাততুষ্ট হবে। বরং অন্য কেউ পুনর্মূল্যায়ন করলে সেটা ভালো হয়।--ওয়াকিম (আলাপ) ০৭:১৮, ৩০ মে ২০২০ (ইউটিসি)
- @WAKIM: আমি যথাসাধ্য চেষ্টা করব। – Waraka Saki (আলাপ) ০৭:০১, ৩০ মে ২০২০ (ইউটিসি)
- @Waraka Saki: অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু ফুটবল সম্পর্কিত নিবন্ধ তৈরি ও সম্পাদনা করে থাকেন, তাই ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ ঘটনাবলি তথা চ্যাম্পিয়নস লীগ, ইউরোপা লীগ, প্রিমিয়ার লীগ ইত্যাদির পর ক্লাবের নিবন্ধগুলো হালনাগাদ করার জন্য আপনার কাছে অনুরোধ রইল।--ওয়াকিম (আলাপ) ০৬:৫০, ৩০ মে ২০২০ (ইউটিসি)
- প্রিয় ওয়াকিম ও Waraka Saki ভাই, আমার মতে এরকম হালকা কিছু কাজ একজন পর্যালোচক করতেই পারেন। তাছাড়া আপনারা উল্লেখযোগ্য অবদান রাখেন নি (সম্ভবত)। ফলে এক্ষেত্রে আমার বোধহয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না। আমি করতে পারছি না, কারণ আমি ক্রীড়া বিষয়ে অত দক্ষ নই। তাই আমি অনুরোধ করছি, আপনারা কেউ একজন করুন। ধন্যবাদ।-নকীব সরকার বলুন... ০৩:০৩, ৬ জুন ২০২০ (ইউটিসি)
- নিবন্ধটি হালনাগাদকৃত নয়, যা ভালো নিবন্ধের প্রধানতম মানদণ্ড পূরণে অন্তরায়। নিবন্ধটির বড় অংশের অবদানকারীরা এখন অবসরপ্রাপ্ত ও অনিয়মিত। এমনকি অপসারণের প্রস্তাবকও অনিয়মিত। এক্ষেত্রে সম্পর্কিত বিষয়ে আগ্রহী সম্পাদকদের নিবন্ধটি হালনাগাদ আহ্বান করা যায়। ফুটবল বিষয়ক নিবন্ধ সম্পাদনায় বর্তমানে সক্রিয় Waraka Saki, Imtiaz ahmed rifat ও অন্যান্য যারা আগ্রহী তাদের আহ্বান জানাচ্ছি এই নিবন্ধটি হালনাগাদে অবদান রাখার জন্য। আমিও প্রয়োজনমত অবদান রাখার চেষ্টা করব। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ২০:২০, ২৮ মে ২০২০ (ইউটিসি)