আলাপ:আবুল কাশেম ফজলুল হক

সাম্প্রতিক মন্তব্য: AEAlam কর্তৃক ১ বছর পূর্বে "শেরে বাংলা লাহোর প্রস্তাবের উপস্থাপক" অনুচ্ছেদে

ছবি সম্পাদনা

হক সাহেবের আরো অনেক ছবি আছে। আমি তাঁর বরিশালের বাড়িতে / জাদুঘরে গিয়েছিলাম। অনেক ব্যবহারিক জিনিসপত্র এবং ছবি আছে সেখানে। কেউ কি সেখান থেকে কিছু ছবি সংগ্রহ করে উইকিতে শেয়ার করবেন? Mazhar Zarif (আলাপ) ০৮:৪৬, ৭ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি পাতা সম্পাদনা

এ. কে. ফজলুল হকের ইংরেজি নিবন্ধের উপর এখন জোর দেয়া হচ্ছে। কারও কাছে উপযুক্ত তথ্য থাকলে en:A. K. Fazlul Huq নিবন্ধে যোগ করতে পারেন। ধন্যবাদ --তারিফ এজাজ ১৯:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিফাই দরকার সম্পাদনা

নিবন্ধের তথ্যগুলো গদ্যাকারে দেওয়া হয়েছে যা আসলে একটি বিশ্বকোষের ধাচেঁর নয়। আমি অনুরোধ করবো নিবন্ধদাতা তথ্যগুলো গদ্যাকারে না দিয়ে শুধু তথ্যটুকু দিন। যে টুকু তথ্য দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি তা ঠিক করার কিন্তু আমার মনে হচ্ছে তাতে কিছু তথ্য বাদ পরবে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

উক্তি সম্পাদনা

নিবন্ধে কোন উক্তি সরাসরি যোগ করার ক্ষেত্রে অবশ্যই নির্ভরযোগ্য তথসূত্রের দরকার। কোন বই এই উক্তি কোথা থেকে উদ্ধৃত করেছে তার আসল বা মূল তথসূত্র যোগ করতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:১৪, ১৮ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

শেরে বাংলা লাহোর প্রস্তাবের উপস্থাপক সম্পাদনা

বাংলা উইকিতে শেরে বাংলার নামের নিচে "পাকিস্তান প্রস্তাবের জনক" লেখাটি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অসঠিক। কেননা, ১৯৪০ সালের ২২-২৪ মার্চ যে সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থাপিত প্রস্তাবটির লিখিত নাম ছিলো "লাহোর প্রস্তাব"। এমনকি লিখিত প্রস্তাবটির কোথাও " পাকিস্তান" শব্দটিও ব্যবহৃত হয়নি। তাছাড়া, এই প্রস্তাবের মূল রচনাকারি হিসেবে সীমান্ত গান্ধির নামই সর্বাগ্রে উচ্চারিত হয়। শেরে বাংলা এই প্রস্তাবের উপস্থাপক। সুতরাং সেই বিবেচনাতেও, এই প্রবন্ধের শিরোনামে "পাকিস্তান প্রস্তাবের জনক" কথাগুলো লেখার কোনো যুক্তি নেই। এটা ইতিহাসের অপলাপ। AEAlam (আলাপ) ০৭:৪২, ২৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"আবুল কাশেম ফজলুল হক" পাতায় ফেরত যান।