আলাপ:আদম সেতু

সাম্প্রতিক মন্তব্য: Sarangem কর্তৃক ৬ মাস আগে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম সম্পাদনা

@MdsShakil এই নিবন্ধটির সর্বপ্রাচীন নাম রামায়ণে "রাম সেতু" নামে উল্লেখিত। যে নাম ব্যাপক ভাবে জনপ্রিয়, বিশেষ করে ভারত উপমহাদেশে। বাংলা উইকিপিডিয়া এই উপমহাদেশের লোকেরাই প্রধানত ব্যবহার করায়, "আদম সেতু" শিরোনামটি "রাম সেতু" শিরোনামে পুনর্নির্দেশের অনুরোধ রইলো। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৫:৪৫, ১৩ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

en:Talk:Adam's Bridge#Requested move 5 May 2023 আলোচনাটি দেখুন, এরপরও যদি আপনার মনে হয় নীতিমালা অনুসারে স্থানান্তর করার প্রয়োজন তাহলে সেটার কারণ বিস্তারিতভাবে উৎস সহকারে উল্লেখ করে স্থানান্তরের অনুরোধ করুন। —শাকিল (আলাপ · অবদান) ০৫:৫৮, ১৩ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil ভ্রাতা, আমি ঐতিহাসিক ও নির্দিষ্ট ভৌগলিক এলাকায় (যেহেতু বাংলা উকি ভারত উপমহাদেশে সর্বাধিক ব্যবহৃত) ব্যবহৃত নাম বাংলা উইকিপিডিয়ায় ব্যবহারের কথা উল্লেখ করেছি। ইংরেজি উইকিতে যা নাম থাকবে তা বাংলাতেও থাকতে হবে তার তো কোনো বাধ্যবাধকতা নেই। সেটা হলে তো বাংলা উইকিতে ভারত নিবন্ধের নাম ইন্টিয়া হওয়া উচিত ছিল। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৭:০৩, ১৩ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR আমরা ভারত উপমহাদেশের কোন জ্ঞানকোষ নয় বরং বিশ্বকোষ তৈরি করছি। নামের ক্ষেত্রে সবসময় বাংলা ভাষায় প্রচলিত নামকে গুরত্ব দেওয়া হয়, যার কারণে ইন্ডিয়া না হয়ে ভারত ব্যবহৃত হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৮:৪৩, ১৩ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil বাংলা উইকিপিডিয়ায় নাম পরিবর্তন করতে চাইলে সেটার কারণ ইংরেজি উইকিপিডিয়ায় উল্লেখ করে স্থানান্তরের অনুরোধ করতে হবে ?
ইংরেজি উইকির আলোচনায় তো দেখলাম "গুগল সার্চের ফলাফল সংখ্যা" ও "রাম এই সেতু তৈরি করেছে কিনা তার প্রমান নেই" এর উপর ভিত্তি করে সেতুর নাম আদম সেতু রাখা হয়েছে। সবচেয়ে প্রাচীন গ্রন্থে উল্লেখিত নাম, যা এখনো প্রচলিত আছে, তার কোনো মূল্য নেই সেখানে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৯:৫৩, ১৮ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR আমি কি আপনাকে বলেছি ইংরেজি উইকিতে যেয়ে অনুরোধ করুন! নিবন্ধের নামের ক্ষেত্রে গণমাধ্যমে/লোকমুখে সর্বাধিক প্রচলিত নামকে গুরত্ব দেওয়া হয়। কোথায় উল্লেখ আছে কি না সেটা পরে বিবেচ্য —শাকিল (আলাপ · অবদান) ১৩:৩১, ১৮ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: উইকিপিডিয়া:নিবন্ধের শিরোনাম, en:WP:COMMONNAMEen:Talk:Adam's Bridge#Requested move 5 May 2023 অনুসারে ভাষায় ব্যবহৃত সবচেয়ে বেশি নাম ব্যবহার হবে৷ সেই হিসেবে এখানে রামসেতু নাম ব্যবহার হওয়া প্রয়োজন৷ এই নিবন্ধে ধাৰ্মিক অধ্যায়গুলিই আছে; Transport corridor, Geological evolution, Etymology নেই; সেইজন্য এখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির সমস্যাও রয়েছে৷ Sarangem (আলাপ) ১৭:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"আদম সেতু" পাতায় ফেরত যান।