আলাপ:অনুকূলচন্দ্র চক্রবর্তী

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "পাতার শিরোনাম সংক্রান্ত" অনুচ্ছেদে

শিরোনাম সম্পাদনা

"স্বামী বিবেকানন্দ", "স্বামী নিগমানন্দ", "চৈতন্য মহাপ্রভু", "মুহাম্মাদ", "রামকৃষ্ণ পরমহংস" এরকম শিরোনামেই উইকিপিডিয়াতে ধর্মীয় ব্যাক্তিত্বদের পাতাগুলোর নামকরণ হয়েছে। বিশেষভাবে লক্ষণীয় এক্ষেত্রে তাঁদের "জন্ম নামে" কিন্তু নিবন্ধের নামকরণ করা হয়নি। জন্ম নামটি Infobox এ birth name হিসেবে উল্লেখ করা হয় এবং তাঁরা সারাবিশ্বে সাধারণ যে নামে পরিচিত সেই নামেই নিবন্ধের নামকরণ করা হয়। এই পেজের ক্ষেত্রে, "অনুকূলচন্দ্র চক্রবর্তী" আসলে birthname হিসেবে পড়ে এবং ইনি "ঠাকুর অনুকূলচন্দ্র" হিসেবেই পরিচিত। লক্ষণীয়, "ঠাকুর অনুকূলচন্দ্র" নামটির আগে "শ্রীশ্রী" যুক্ত করে ("শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র" হিসেবে) তাঁর অনুসারীগণ তাঁকে অভিহিত করে থাকেন। কাজেই "শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র"/ "অনুকূলচন্দ্র চক্রবর্তী" নামে পাতার শিরোনাম নিরপেক্ষ নয় বরং "ঠাকুর অনুকূলচন্দ্র" নামে পাতার শিরোনাম হওয়া নিরপেক্ষ। আপনি ধর্মীয় ব্যাক্তিত্ব বাদে অন্যান্য ব্যাক্তিত্বদের পেজেও এমন দেখতে পারেন। যেমন-অ্যাগনিস গঞ্জা বোজাঝিউ হচ্ছে মাদার টেরিজা এঁর জন্ম নাম কিন্তু জন্মনামেই কি উইকিপাতা তৈরি হয়েছে ; হয়নি। Preetidipto.21 (আলাপ) ১৯:৩৬, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পাতার শিরোনাম সংক্রান্ত সম্পাদনা

এই নিবন্ধের শিরোনাম এরকম থাকার কারণে অস্পষ্টতা তৈরি হচ্ছে। একজন উইকিপিডিয়ান হিসেবে মনে করি অস্পষ্ট বিষয়ে দ্রুত মীমাংসায় আসা প্রয়োজন। বাংলাপিডিয়াতেও অনুকূলচন্দ্র চক্রবর্তী-কে ঠাকুর অনুকূলচন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। Preetidipto.21 (আলাপ) ২২:৫০, ২২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

করা হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৯, ২৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"অনুকূলচন্দ্র চক্রবর্তী" পাতায় ফেরত যান।